টোকিওতে ২ বিমানের সংঘর্ষ: কোস্ট গার্ডের বিমানের ৫ আরোহী নিহত
মঙ্গলবার (২ জানুয়ারি) জাপানের টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় কোস্ট গার্ডের বিমানের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী এয়ারবাসে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার সময় যাত্রীবাহী বিমানটিতে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী বাহিনী। অন্যদিকে কোস্ট গার্ডের বিমানে মোট ছয় আরোহীর মধ্যে কেবল একজন বেঁচে আছেন।
প্রাথমিকভাবে কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রু নিখোঁজ বলে জানানো হয়। পরে ঘোষণা করা হয়, সেই পাঁচজনকে বিমানের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হয় জাপান এয়ারলাইন্সের এ৩৫০ বিমানটি। খবর অনুযায়ী, অবতরণের সময় জাপানের কোস্ট গার্ডের ওই বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমানটির।
জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
যাত্রীবাহী বিমানটি অবতরণ করতেই বিমাবন্দরে থাকা দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় আগুন নেভানো এবং যাত্রী উদ্ধারের কাজ।
জাপানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর টোকিওর হানেদা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।