ইয়েমেনে হুথিদের ৩০ অবস্থানে হামলার একদিন পর ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের আরো কয়েকটি অবস্থানে শনিবার আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি বিদ্রোহীদের অন্তত ৩০টি অবস্থানে যৌথ হামলার একদিন পর এবার একাই এ হামলা চালাল যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, আগের রাতের চেয়ে তুলনামূলক কম হামলা চালানো হয়েছে। হুথিদের রাডার সুবিধাকে লক্ষ্যবস্তু করে সর্বশেষ এ হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের একটি রাডার সাইটকে লক্ষ্য করে শনিবার স্থানীয় সময় ভোরের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস কার্নি থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এদিকে হুথি বিদ্রোহীরা শুক্রবার ভোরের দিকে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অন্তত একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনে হুথিদের অন্তত ২৮টি অবস্থানে হামলা চালায়। এ হামলায় কানাডা, অস্ট্রেলিয়া, বাহরাইন এবং নেদারল্যান্ডও সমর্থন দিয়েছিল।
তবে সর্বশেষ হামলাটি যুক্তরাষ্ট্র একাই চালিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে উত্তেজনা এড়াতে চাইছে- এমন ঘোষণার পরও হামলা চালাল দেশটি।
এদিকে হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ রাজধানী সানা শহরে একাধিক বিমান হামলার কথা জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোরের দিকে খবরে বলা হয়, 'মার্কিন-ব্রিটিশ শত্রুরা রাজধানী সানাকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে।'
গতকাল শুক্রবার পেনসিলভানিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'হুথিরা এ হামলা অব্যাহত রাখলে আমরা এর প্রতিক্রিয়া জানাতে পিছ পা হব না।'
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বৃহস্পতিবার হুথিদের অবস্থানে হামলা চালানোর পর ইরান-সমর্থিত এই গোষ্ঠীও ইয়েমেনের দক্ষিণে এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের দিকে অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, কোস্টাল রাডার এবং বিমান নজরদারিসহ হুথির সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
এদিকে হুথিরাও জানিয়েছে, তারা হামলাকারীদের ছেড়ে কথা বলবে না।