অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্কটি ছিল ‘ভয়াবহ বেদনাদায়ক’: ইলন মাস্ক
প্রখ্যাত সাংবাদিক ও লেখক ওয়াল্টার আইজ্যাকসন পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের জীবন কাহিনী নিয়ে 'ইলন মাস্ক' নামে একটি বই লিখেছেন। এতে তিনি পাঠকের সামনে মাস্কের ব্যক্তিগত জীবনের অজানা অনেক তথ্য তুলে ধরেছেন।
বিশেষত এতে এই বিলিয়নিয়ারের প্রেম, বিচ্ছেদ, বিয়ে প্রভৃতির খুঁটিনাটি উঠে এসেছে।
স্পেসএক্স ও টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী এই টেক মোগল তালুলাহ রাইলির বিয়ে ও বিচ্ছেদ, সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে তার বিচ্ছেদ ও পুনর্মিলন এবং অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে তার আলোচিত প্রেমসহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল সম্পর্কে জড়িয়েছেন।
মাস্কের জীবনে একাধিকবার একই নারীকে বিয়ে ও ডিভোর্সের ঘটনাও ঘটেছে।
তালুলাহ রিলেকে তিনি দুইবার বিয়ে করেছেন এবং দুইবার ডিভোর্স দিয়েছেন। প্রথম দফায় তারা ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সংসার করেছেন এবং এরপর ২০১০-২০১২ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তারা।
এছাড়া, কানাডিয়ান সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গেও তার একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলন হয়েছে।
তবে, বইটিতে হার্ডের সঙ্গে মাস্কের সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
২০১৩ সালে 'মাচেট কিলস' ছবিতে হার্ডকে দেখে মাস্ক তার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
এর এক বছর পরে এই দম্পতির প্রথম সাক্ষাৎ ঘটে, যখন হার্ড মাস্কের স্পেসএক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাস্ক তাকে টেসলায় চড়ানোর মধ্যে দিয়ে হার্ডের প্রতি তার আগ্রহের পরিচয় দেন।
এই দম্পতি ২০১৭ সালের এপ্রিলে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন। সেসময় হার্ড ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি শেয়ার করেছিলেন।
২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আমেরিকার ছুটি কাটানোর সময় তাদের মধ্যে দ্বন্দ্বের কথা জানাজানি হয়।
মাস্ক তাদের সম্পর্ককে 'নিষ্ঠুর' ও 'আশ্চর্যরকম বেদনাদায়ক' হিসেবে বর্ণনা করেছেন।
তাসত্ত্বেও হার্ড জানান, তিনি এখনও মাস্ককে 'খুব ভালোবাসেন'।
হার্ড বলেন, 'ইলন আগুন পছন্দ করে, যা মাঝে মাঝে তাকে পোড়ায়।'
আইজ্যাকসনের জীবনীতে মাস্কের সম্পর্কের সংবেদনশীল দিকগুলোর পাশাপাশি তাদের মধ্যে চলা মনোমালিন্য ও মানসিক অশান্তির কথা তুলে ধরা হয়েছে।
পিপল ম্যাগাজিনের তথ্যানুসারে, আইজ্যাকসন মাস্ককে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি এই নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন?
এর উত্তরে মাস্ক বলেছিলেন, 'কারণ আমি অনেক ক্ষেত্রেই বোকা, বিশেষ করে প্রেমের জন্য।'
কারা সুইশারের সঙ্গে করা এক পডকাস্টে আইজ্যাকসন মাস্কের এই অনুভূতির কথা জানান।
যেখানে তিনি হার্ডের সঙ্গে মাস্কের সম্পর্ককে মাস্কের জীবনের অন্যতম বেদনাদায়ক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন, যা ছিল 'ঝঞ্ঝা ও অশান্তি' পূর্ণ।
তবে অতীতে বিরূপ সম্পর্ক থাকলেও, বর্তমানে মাস্ক ও হার্ডের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
হার্ড মাস্কের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন এবং মাস্কও তার সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন।
মাস্ক তাদের অব্যাহত বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর দিয়েছেন।
যেন হার্ডের চেয়েও জটিল সম্পর্কের প্রতিই মাস্কের আকর্ষণ বেশি।
তার প্রেমগুলোতে যতটা না 'সুন্দর মুহূর্ত আছে, তার চেয়েও অনেক বেশি অন্ধকার দিক রয়েছে'। এই কথাটি হার্ড ও গ্রিমস উভয়ের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রেই সত্য।
তাই বলা যায়, মাস্কের রোমান্টিক জীবন একই পথে বারবার আবর্তিত হয়েছে।