জানালার সঙ্গে বিছানার চাদর বেঁধে জেল থেকে পালানো ইতালির সেই মাফিয়াকে ফ্রান্স থেকে গ্রেপ্তার
কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গত বছর জেল থেকে পালিয়েছিলেন ইতালির মাফিয়া বস মার্কো রাদুয়ানো। (৪০) তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
মার্কো রাদুয়ানো দক্ষিণ ইতালির পুইয়া অঞ্চলের গার্গানো মাফিয়া গ্রুপের বস। গত বৃহস্পতিবার ফ্রান্সের করসিকা দ্বীপের বাস্তিয়া এলাকার একটি বিলাসবহুল রেস্তোরাঁর বাইরে তিনি তার এক নারী সহচরের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। ওই সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।
ইউরোপের শীর্ষ ১০ পলাতক আসামির মধ্যে রাদুয়ানো অন্যতম। তার ডান হাত হিসেবে খ্যাত জালুইজি ত্রৈয়ানোকেও একইদিন স্পেনের গ্রানাডায় একটি সার্ভিস পয়েন্ট থেকে পার্সেল নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২১ সালে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়েছিলেন।
ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যারাবিনিয়েরি এক বিবৃতিতে জানায়, পুইয়ার ডিস্ট্রিক্ট অ্যান্টি-মাফিয়া ডিরেক্টরেট অব বারির নির্দেশে ক্যারাবিনিয়ারি অব দি আরওএস ও পুইয়ার প্রাদেশিক কমান্ড ফজিয়ার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দ্য স্প্যানিশ গার্দিয়া সিভিল ও ফ্রেন্স জেন্দারমেরিয়ে ন্যাশনালে সহায়তা করেছে।
এক বছর আগে কারাগারের জানালায় বিছানার চাদর বেঁধে কারাগার থেকে পালিয়েছিলেন ৪০ বছর বয়সী এই মাফিয়া বস। তার পালানোর ঘটনাটি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। আশ্চর্যজনকভাবে কারাগারের সব রক্ষীকে ফাঁকি দিয়ে তিনি হেঁটে হেঁটেই পালিয়ে যান।
পালানোর আগে মাদক চোরাচালানের মামলায় রাদুয়ানো ২৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। পরে ২০১৭ সালে একটি হত্যাকাণ্ডের জন্য প্ররোচনা দেওয়ায় পলাতক অবস্থায়ই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।