নির্বাচনের আগের দিন পাকিস্তানে প্রার্থী অফিসের কাছে বিস্ফোরণে নিহত অন্তত ২৪
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নির্বাচনি প্রার্থীদের অফিসের কাছে জোড়া বিস্ফোরণে ২৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিস্ফোরণ ও নিহতের কথা নিশ্চিত করেছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের আগে আজ এমন হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দেশটির পিশিন জেলায় একজন স্বতন্ত্র নির্বাচনী প্রার্থীর অফিসে প্রথম হামলায় ১৪ জন নিহত হন। প্রদেশটিরর তথ্যমন্ত্রীর মতে, আফগান সীমান্তের নিকটবর্তী শহর কিল্লা সাইফুল্লাহতে দ্বিতীয় বিস্ফোরণটি জামিয়াত উলেমা ইসলাম (জেইউআই)-এর একটি অফিসের কাছে ঘটে। ধর্মভিত্তিক এ দলটি আগেও জঙ্গি হামলার লক্ষ্যবস্তু ছিল।
দ্বিতীয় এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পিশিন প্রদেশের তথ্যমন্ত্রী জানান।
হামলার পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবান এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোসহ বেশ কয়েকটি দল পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করে। সাম্প্রতিক মাসগুলোতে এ দলগুলো বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
'নির্বাচন কমিশন বেলুচিস্তানের মুখ্য সচিব এবং ইনস্পেক্টর জেনারেলের কাছে অবিলম্বে হামলার বিষয়ে প্রতিবেদন চেয়েছে এবং ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে,' এক বিবৃতিতে বলেন কমিশনের মুখপাত্র।
পিশিনে বিস্ফোরণস্থলের কাছাকাছি খানজাই হাসপাতাল মৃতের সংখ্যা ১৪ এবং দুই ডজনেরও বেশি আহত বলে জানিয়েছে। পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান বলেছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন।