ভারতের লোকসভা নির্বাচন: কংগ্রেসের প্রথম তালিকায় রাহুল গান্ধী, শশী থারুরের মত হেভিওয়েটরা
ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) এপ্রিল-মে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা শুক্রবার (৮ মার্চ) প্রকাশ করেছে। কংগ্রেস প্রথম তালিকায় ৩৯ জন প্রার্থীর নাম দিয়েছে যার মধ্যে রাহুল গান্ধী, শশী থারুর ও কেসি ভেনুগোপালের মতো বড় নাম রয়েছে।
কংগ্রেস প্রথম তালিকায় ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরার নির্বাচনী এলাকার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।
নাম ঘোষণা করার পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, "…আমাদের অগ্রাধিকার হল এই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মোদিকে পরাজিত করতে সর্বাধিক লোকসভা আসনে জয় লাভ করা। আমাদের লক্ষ্য হল কংগ্রেস পার্টির জন্য সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন জেতা..."
রাহুল গান্ধীকে ওয়ানাড থেকে এবং শশী থারুরকে তিরুবনন্তপুরম থেকে প্রার্থী করা হয়েছে। কিন্তু রাহুল গান্ধী আমেঠি আসন থেকে প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কংগ্রেস ঘোষিত ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সাধারণ প্রতিনিধি এবং ২৪ জন প্রার্থী তফশিলি জাতি (এসসি), তফশিলি জনজাতি (এসটি) ও সংখ্যালঘু প্রতিনিধি।
কংগ্রেসের প্রথম তালিকায় ঘোষিত আরেকটি বড় নাম ডি কে সুরেশ যিনি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই। তিনি কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।