বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা
যুক্তরাজ্যের লেখকদের লেখকদের জন্য প্রবর্তিত 'ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডস'-এর বর্ষসেরা বইয়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে ব্রিটনি স্পিয়ার্স ও প্রিন্স হ্যারির স্মৃতিকথা।
২০২৩ সালের বেস্টসেলার, প্রিন্স হ্যারির 'স্পেয়ার' মনোনয়ন পেয়েছে দুটি ক্যাটাগরিতে। এর আগে ১৯৯০ সালে বর্ষসেরা লেখকের পুরস্কার পেয়েছিলেন তার বাবা।
এছাড়া ব্রিটনি স্পিয়ার্সের তুমুল আলোচিত আত্মজীবনী, 'দ্য উওম্যান ইন মি'ও মনোনয়ন পেয়েছে পুরস্কারের জন্য। ২০২৩ সালের অক্টোবরে প্রকাশিত বইটি গত বছরের অন্যতম বেস্টসেলার ছিল।
বইটিতে এ পপ তারকা তার ক্যারিয়ার এবং ১৩ বছর বাবার নিয়ন্ত্রণে জীবন কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০০০-এর দশকের গোড়ার দিকে জাস্টিন টিম্বারলেকের সঙ্গে সম্পর্কে থাকার সময় গর্ভপাত করানোর ঘটনা নিয়েও খোলাখুলি কথা বলেছেন তিনি বইটিতে।
পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অন্যান্য স্মৃতিকথার মধ্যে স্টার ট্রেক অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট এবং কমিক চরিত্র অ্যালান পারট্রিজের বইও আছে।
পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় লেখক-পডকাস্টারদের সংখ্যা বাড়ছে। তার ধারাবাহিকতায় 'দ্য ডায়েরি অভ আ সিইও' বইয়ের জন্য মনোনীত হয়েছেন উদ্যোক্তা ও পডকাস্টার স্টিভেন বার্টলেট। এছাড়া আরেক পডকাস্ট আয়োজক এবং সাবেক মন্ত্রী রোরি স্টুয়ার্ট 'পলিটিকস অন দি এজ' বইয়ের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন।
এছাড়া খারিজ সংস্কৃতি ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে লেখা নবাগত লেখক ইয়োমি আদিগোকির 'দ্য লিস্ট'ও দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে—অডিওবুক: ফিকশন এবং ডেব্যু ফিকশন।
৩২ বছর বয়সি এই লেখক বিবিসিকে বলেন, 'বিষয়বস্তুর কারণেই দ্য লিস্ট ঝুঁকিপূর্ণ বই হয়ে গেছে। আর প্রথম উপন্যাসে হিসেবে এ বিষয়বস্তু লেখার কারণে ঝুঁকি আরও বেড়েছে।'
পুরস্কারের জন্য মনোনীত হওয়া বেশ কয়েকজন লেখকের বই টিকটকের সাবকমিউনিটি 'বুকটক'-এ জনপ্রিয়তা পেয়েছে।
বুকটক হ্যাশট্যাগে জনপ্রিয়তা হওয়া পেজটার্নার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া কয়েকজন লেখক হচ্ছেন:
• কলিন হুভার; তিনি মনোনয়ন পেয়েছেন গত বছরের বিজয়ী বই 'ভেরিটি'র সিকুয়েল 'ইট স্টার্টস উইথ আস'-এর জন্য।
• আর.এফ. কুয়াং-এর ব্যঙ্গধর্মী বই 'ইয়েলোফেস'।
• গ্যাব্রিয়েল জেভিনের কামিং-অভ-এজ উপন্যাস 'টুমরো, অ্যান্ড টুমরো, অ্যান্ড টুমরো'।
• রেবেকা ইয়ারসের বেস্টসেলার 'ফোর্থ উইং'। একমাত্র লেখক হিসেবে ইয়ারসের দুটি বই সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। অপর বইটি হচ্ছে ফিকশন ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া 'আয়রন ফ্লেম'।
পুরস্কারজয়ী লেখক ও চিত্রশিল্পী অ্যালিস ওজম্যানও টিকটক থেকে খ্যাতি পেয়েছেন। তার হার্টস্টপার সিরিজ যুক্তরাজ্যের দ্রুততম সময়ে বিক্রি হওয়া গ্রাফিক উপন্যাসের তালিকায় স্থান পেয়েছে। তিনি শিশুসাহিত্যের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।
শিশুসাহিত্যের জন্য অন্য যারা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন:
• 'দ্য বয় হু ডিডন্ট ওয়ান্ট টু ডাই'-এর জন্য পিটার ল্যান্টস
• 'ডগ ম্যান: টুয়েন্টি থাউজ্যান্ড ফ্লিজ আন্ডার দ্য সি'র জন্য ড্যাভ পিল্কি
• 'দ্য বয় হু স্লেপ্ট থ্রু ক্রিসমাস'-এর জন্য ম্যাট লুকাস
• 'ইমপসিবল ক্রিয়েচারস' উপন্যাসের জন্য ক্যাথেরিন রান্ডেল
শিশুদের নন-ফিকশন ক্যাটাগরিতে 'স্টোলেন হিস্ট্রি: দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড হাউ ইট শেপড আস'-এর জন্য মনোনয়ন পেয়েছেন সাথনাম সাংঘেরা।
ক্রাইম ও থ্রিলার ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন রিচার্ড ওসমান, 'দ্য লাস্ট ডেভিল টু ডাই' বইয়ের জন্য। এটি তার বেস্টসেলিং দ্য থার্সডে মার্ডার ক্লাব সিরিজের চতুর্থ উপন্যাস।
নিবিজ নামে পরিচিত ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। আগামী ১৩ মে এ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।