‘লোকসভা নির্বাচনে দাঁড়ানোর টাকা আমার নেই’: নির্মলা সীতারামন
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে প্রয়োজনীয় টাকা নেই। তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন।
ভারতে দুদিনব্যাপী চলমান টাইমস নাউ সামিটে নির্মলা বলেন, "এক সপ্তাহ অথবা দশ দিন ভেবে আমি তাকে জানিয়েছি, 'হয়ত না'। আমার কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত টাকা নেই।"
তিনি বলেন, "আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি না।"
কেন দেশটির অর্থমন্ত্রীর কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত টাকা নেই জানতে চাইলে তিনি বলেন, ভারতের রাষ্ট্রীয় তহবিলের অর্থ তার জন্য নয়।
তিনি আরো বলেন, "আমার বেতন, উপার্জন এবং সঞ্চয় শুধু আমার। এটি ভারতের রাষ্ট্রীয় তহবিলের অংশ নয়।"
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজ্যসভার কয়েকজন সদস্যকে প্রার্থী করেছে। তাদের মধ্যে রয়েছেন— পীযূষ গোয়াল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডাভিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নির্মলা সীতারামন দেশটির কর্ণাটক রাজ্যের রাজ্যসভার সদস্য।
নির্মলা জানিয়েছেন, নির্বাচনে তিনি অন্য প্রার্থীদের হয়ে প্রচারণা চালাবেন।
তিনি বলেন, "আমি সংবাদ মাধ্যমের বিভিন্ন ইভেন্টে অংশ নিব এবং প্রার্থীদের সাথে যাবো। যেমন আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের প্রচারণায় অংশ নিব।"