ফোর্বসের শীর্ষ ধনী ২০২৪: ভারতে ২৫ নতুন বিলিয়নিয়ার, শীর্ষে মুকেশ আম্বানি
সর্বশেষ 'ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৪' অনুসারে, গত বছরের তুলনায় এ বছর ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক এই ম্যাগাজিনের তথ্যানুসারে, ভারতে এই বছর ২৫ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। যার ফলে গত বছরের ১৬৯ এর তুলনায় এবছর দেশটিতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দুইশ'র কাছাকাছি।
এবছর ভারতীয় বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫৪ বিলিয়ন ডলার, যা গত বছরের ৬৭৫ বিলিয়ন ডলারের তুলনায় ৪১ শতাংশ বেশি।
ভারতীয়দের বিলিয়নিয়ারদের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুকেশ আম্বানি মোট ১১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।
এরপরে যথাক্রমে গৌতম আদানি (৮৪ বিলিয়ন ডলার), শিব নাদার (৩৬.৯ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি (৩৩.৫ বিলিয়ন ডলার) এবং দিলীপ সাংভি (২৬.৭ বিলিয়ন ডলার)।
মুকেশ আম্বানি শীর্ষ ধনীর তালিকায় থাকা একমাত্র ভারতীয়।
বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার
ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় এবছর শীর্ষে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। তার সর্বমোট সম্পদমূল্য ২২৩ বিলিয়ন ডলার। লুই ভুইতোঁ ও সেফোরাসহ বিশ্বের ৭৫টি নামিদামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক তিনি।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। ৫২ বছর বয়সী মাস্কের মোট সম্পদমূল্য ১৯৫ বিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য গত বছরের তুলনায় প্রায় ৮৫ বিলিয়ন ডলার বেড়ে এখন ১৯৪ বিলিয়ন ডলার।
শীর্ষ ধনীর তালিকার চতুর্থ স্থানে নাম উঠেছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।
পঞ্চম অবস্থানে রয়েছেন মার্কিন ব্যবসায়ী ল্যারি এলিসন। তার মোট সম্পদমূল্য ১১৪ বিলিয়ন ডলার। তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন আরেক মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট, যার সম্পদমূল্য ১৩৩ বিলিয়ন ডলার।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। এবছর তার সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২৮ বিলিয়ন ডলারে।
তালিকায় নবম স্থানে এসেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম। তার সম্পদমূল্য ১১৬ বিলিয়ন ডলার।
দশম অবস্থানে রয়েছেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা ল্যারি পেজ। তার সম্পদমূল্য ১১৪ বিলিয়ন ডলার।
ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবছর নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনিয়ারের সংখ্যা ২ হাজার ৭৮১ জন।
শীর্ষ ধনীর তালিকায় মার্কিনদের পর সবচেয়ে বেশি আছেন চীনারা। দেশের হিসেবে তালিকায় বিলিয়নিয়ারদের সংখ্যার তৃতীয় স্থানে আছে ভারত।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি