‘১৯৯৪ সালের গণহত্যার সময় আন্তর্জাতিক মহল আমাদের নিরাশ করেছিল’: রুয়ান্ডার প্রেসিডেন্ট
১৯৯৪ সালের নির্মম গণহত্যায় আফ্রিকার দেশ রুয়ান্ডায় নিহত হয়েছিল প্রায় ৮ লাখ মানুষ। গণহত্যার ৩০ বছর পর দেশটির প্রেসিডেন্ট পল কাগামে বলেছেন, "আন্তর্জাতিক মহল আমাদের নিরাশ করেছিল।"
গণহত্যার ৩০ বছর উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) রাজধানী কিগালিতে জড়ো হওয়া গণ্যমান্য ব্যক্তি এবং বিশ্বনেতাদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন প্রেসিডেন্ট পল কাগামে।
১৯৯৪ সালের ৭ এপ্রিল হুতু জাতিগোষ্ঠীর চরমপন্থীরা রুয়ান্ডায় ১০০ দিনের (৭ এপ্রিল থেকে ১৫ জুলাই) গণহত্যা চালিয়ে সংখ্যালঘু তুতসি জাতিগোষ্ঠীর সদস্যদের এবং হুতু মধ্যপন্থীদের হত্যা করেছিল।
রবিবার প্রেসিডেন্ট কাগামেসহ দেশটির বিশিষ্ট ব্যক্তিরা কিগালি গণহত্যা স্মৃতিসৌধে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন যেখানে আড়াই লাখের বেশি নিহতদের সমাধিস্থ করা হয়েছে বলে বিশ্বাস করা হয়।
পরে একটি বক্তৃতায় কাগামে তুতসি শরণার্থীদের আশ্রয় দেওয়া এবং গণহত্যা বন্ধ করতে সহায়তা করার জন্য উগান্ডা, ইথিওপিয়া এবং তানজানিয়াসহ বন্ধুপ্রতিম আফ্রিকান দেশগুলোকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, "এখানে প্রতিনিধিত্বকারী অনেক দেশ তাদের ছেলে-মেয়েদের রুয়ান্ডায় শান্তিরক্ষী হিসেবে কাজ করার জন্য পাঠিয়েছে। তারা রুয়ান্ডাকে নিরাশ করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ই আমাদের সবাইকে নিরাশ করেছে তাদের অবজ্ঞা বা কাপুরুষতা দিয়ে।"
বিশ্বনেতাদের মধ্যে রাজধানী কিগালিতে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যিনি এ গণহত্যাকে তার প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা বলে অভিহিত করেছেন।
রুয়ান্ডা গণহত্যা দিবসের জন্য পাঠানো একটি ভিডিও বার্তায় ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স এবং মিত্রদেশগুলো মিলে ওই গণহত্যা বন্ধ করতে পারতো। কিন্তু তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল।
রবিবার থেকে গণহত্যার স্মরণে রুয়ান্ডায় এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা শুরু হয়েছে। এ সময় রেডিও বা টিভিতে গান, খেলাধুলা ও সিনেমা সম্প্রচার বন্ধ থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী বিমান ১৯৯৪ সালের ৬ এপ্রিল ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এ গণহত্যা। জুভেনাল হাবিয়ারিমানা ছিলেন সংখ্যাগুরু হুতু সম্প্রদায়ের।
হাবিয়ারিমানাকে হত্যার পেছনে তুতসিদের হাত আছে বলে দোষারোপ করে হুতুরা। তার পরেই হুতু চরমপন্থিরা তুতসিদের ওপর গণহত্যা চালিয়ে তাদের নির্বিচারে হত্যা করে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়