ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সেনা নিহতের কথা নিশ্চিত করল বিবিসি
ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিজেদের সাংবাদিক, স্বতন্ত্র গণমাধ্যম গোষ্ঠী মিডিয়াজোনা ও স্বেচ্ছাসেবীদের বরাত দিয়ে নিহতের এ সংখ্যার কথা জানিয়েছে।
চলমান এ যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০-এরও বেশি রাশিয়ান সৈন্য মারা গেছেন, যা প্রথম বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।
বিবিসি রাশিয়ান, মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধে নিহত রাশিয়ান সেনাদের হিসেব রাখছে। এর জন্য তারা সরকারি প্রতিবেদন ও গণমাধ্যম থেকে পাওয়া উন্মুক্ত উৎসের তথ্য এবং নতুন কবরের সংখ্যা অনুমান করতে রাশিয়ান কবরস্থানের স্যাটেলাইট ছবি ব্যবহার করেছে।
৫০ হাজারের বেশি এ সংখ্যাটি ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কো কর্তৃক সরকারিভাবে স্বীকৃত নিহতের সংখ্যার চেয়ে আটগুণ বেশি। এ হিসেবে পূর্ব ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্কের মিলিশিয়াদের মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়নি।
ইউক্রেন ফেব্রুয়ারিতে বলেছিল তাদের ৩১ হাজার সৈন্য তখন পর্যন্ত নিহত হয়েছে। তবে এ সংখ্যাটিও প্রকৃত সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে।
২০২৩ সালের জানুয়ারিতে দনেৎস্কে বড় আকারের আক্রমণ পরিচালনা করার পর যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি বেড়ে যায়। এর কয়েক মাস পরে বাখমুত শহরের যুদ্ধের সময়ও প্রচুর সৈন্য হারায় মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে একটি 'বিশেষ সামরিক অভিযান' ঘোষণা করেন। এরপর দুই বছরের বেশি সময় গড়ানো এ যুদ্ধে তীব্র রক্তক্ষয় হয়েছে, পশ্চিমাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে রাশিয়া।
বিবিসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, এটি সামরিক মৃত্যু ও হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এবং বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।