ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত নয় যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন
ইরানের ওপর ইসরায়েলের পাল্টা হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক অভিযানে জড়িত নয়।
ব্লিংকেন বলেন, আমরা জি৭-এর উপর ফোকাস করছি। এ বিষয়ে আমরা আবারও বলছি, আমাদের কাজ হলো উত্তেজনা কমানো। আমাদের বিবৃতিতে ও কথায় বারবার তা প্রতিফলিত হয়েছে।
এর আগে আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানে ইসরায়েলের হামলার খবর আগেই পেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ওয়াশিংটন এতে সমর্থন দেয়নি কিংবা আক্রমণ সফল করতে কোনো ভূমিকা রাখেনি।
জানা গেছে, ইরানে ইসরায়েলের হামলার সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ইসরায়েল বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, আগামী দিনে তারা ইরানে পাল্টা আক্রমণ চালাবে।
সিএনএন জানায়, ওই কর্মকর্তা জানান, তারা এই পাল্টা আক্রমণকে সমর্থন বা নিন্দা করেননি।
এসব বক্তব্যের মাধ্যমে তারা স্পষ্ট করতে চেয়েছে যে, ইরানে হামলার সিদ্ধান্তটি ইসরায়েলের একার।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, 'এর সঙ্গে আমরা জড়িত নই।'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে সংযত থাকার পরামর্শ দিয়েছিলেন।
তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে সফলভাবে মোকাবিলা করা হয়েছে, তাই পাল্টা হামলার প্রয়োজন নেই।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি