গাজায় যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই নেতানিয়াহুর পাল্টা হুঁশিয়ারি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে তার দেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে এই ঘটনা হবে একটি ঐতিহাসিক কেলেঙ্কারি।
নেতানিয়াহু বলেন, 'আশঙ্কা করা হচ্ছে তারা আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। এই আশঙ্কা বাস্তবে পরিণত হলে, তা হবে একটি ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি।'
তিনি বলেন, 'আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, হেগ বা অন্য কোথাও নেওয়া কোনো সিদ্ধান্তই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের লক্ষ্য হলো: সমস্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করা।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি