৭৭ বছর বয়সে মারা গেলেন ‘নিউ ইয়র্ক ট্রিলজি’ খ্যাত লেখক পল অস্টার
'দ্য নিউ ইয়র্ক ট্রিলজি' খ্যাত লেখক পল অস্টার ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মার্কিন এই লেখকের মৃত্যুর খবর তার বন্ধু ও লেখক জ্যাকি লাইডেন নিশ্চিত করেছেন।
অস্টার ১৯৪৭ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। আর শেষজীবনে তিনি বসবাস করতেন নিউ ইয়র্কে।
একজন ঔপন্যাসিক হিসেবে অস্টারের রয়েছে দীর্ঘ ক্যারিয়ার। পাশাপাশি প্রবন্ধকার, অনুবাদক, চিত্রনাট্যকার ও কবি হিসাবেও তিনি সুনাম কুড়িয়েছেন। তার কাজ ৪০ টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে।
১৯৭০ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক লাভের পর অস্টার ফ্রান্সে চলে যান। এরপর তিনি ফরাসি লেখকদের কাজ অনুবাদ করা শুরু করেন। পাশাপাশি তখনই তিনি আমেরিকান জার্নালে নিজের কাজ প্রকাশ করতে থাকেন।
১৯৮৭ সালে 'দ্য নিউ ইয়র্ক ট্রিলজি' সিরিজ প্রকাশের পর থেকে অস্টার জনপ্রিয়তা লাভ করে থাকে। তার সর্বাধিক বিক্রিত অন্যান্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে '৪, ৩, ২, ১', 'সানসেট পার্ক', 'দ্য বুক অফ ইলিউশন' ও 'মুন প্যালেস' ইত্যাদি।
গত বছর স্ত্রী লেখক সিরি হাস্টভেট নিজে অস্টারের ক্যান্সারের খবরটি জানান। ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে বিখ্যাত এই লেখকের ক্যান্সার ধরা পরে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।
এর কয়েক মাস পরে হাস্টভেট স্বামী অস্টারের সাথে একটি ছবি পোস্ট করেন। এই দম্পতি গত চার দশকেরও বেশি সময় ধরে একসাথে থাকছিলেন।
হাস্টভেট বলেন, "পলকে দেখে আমি বুঝতে পেরেছি চাপের মধ্যে থাকলে আসলে কেমন দেখায়। অসুস্থতার গত একবছর তিনি অভিযোগহীন সময় কাটিয়েছেন।"
জীবনদশায় অস্টার নানা সম্মানজনক পুরস্কার পেয়েছেন; যার মধ্যে ২০০৬ সালে স্পেনের 'প্রিন্স অব অস্টুরিয়াস প্রাইজ ফর লিটারেচার' লাভ করেন। একইসাথে তিনি আমেরিকান অ্যাকাডেমির অফ আর্টস এন্ড লেটারস-এর সদস্য।
মাইক্রো ব্লগিং সাইট 'এক্স'-এ বুকার প্রাইজের পক্ষ থেকে অস্টারের মৃত্যুতে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, "বুকার প্রাইজের শর্টলিস্টের একজন অস্টারের মৃত্যুর সংবাদে আমরা খুব দুঃখিত। তার কাজ সারা বিশ্বের পাঠকদের ও লেখকদের প্রভাবিত করেছিল। আমরা তার স্ত্রী সিরি হুস্টভেট এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।"
অনুবাদ: মোঃ রাফিজ খান