পেমেন্ট ছাড়া ব্যবহারকারীদের লিরিক্স সুবিধা সীমিত করছে স্পটিফাই
পেমেন্টবিহীন ব্যবহারকারীদের জন্য লিরিক্স সুবিধা সীমিত করে আনছে স্পটিফাই। মূলত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ইউজারদের পেইড সাবস্ক্রিপশনে পরোক্ষভাবে আগ্রহী করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এই বিষয়ে স্পটিফাইয়ের পক্ষ থেকে সরাসরি মন্তব্য কিংবা বিবৃতি প্রদান করা হয়নি। তবে রেডিটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্ল্যাটফর্মটি বরং টেকক্রাঞ্চকে জানিয়েছে, স্পটিফাইয়ের ফিচারগুলো সময়ের সাথে সাথে মার্কেট ও ডিভাইস ভেদে পরিবর্তিত হতে পারে। তাদের এই প্রতিক্রিয়া ইঙ্গিত করে যে, লিরিক্স সীমিত করে দেওয়ার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রদানের জন্য প্ল্যাটফর্মটি এখনও প্রস্তুত হয়।
এদিকে কিছুদিন আগে কোম্পানিটিকে নন পেইড ব্যবহারকারীদের জন্য গানের লিরিক্স সুবিধা বন্ধ করে দিয়েছিল। এক্ষেত্রে লিরিক্স দেখতে গেলে লেখা উঠছিল যে, "স্পটিফাই প্রিমিয়ামে গানের লিরিক্স উপভোগ করুন।"
তবে সেই সময়ে প্ল্যাটফর্মটির এক মুখপাত্র জানান, লিরিক্স সংক্রান্ত পরিবর্তনটি পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু জায়গায় অল্প সংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্টে করা হয়েছে। তবে স্পটিফাইয়ের পক্ষ থেকে এমন পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে 'পরীক্ষামূলকভাবে' প্রচার করা হয়নি।
ধারণা করা হচ্ছে যে, স্পটিফাই এখনও আনপেইড ইউজারদের জন্য মাসিক লিমিট কত হওয়া উচিত সেটা যাচাই করছে। এক্ষেত্রে যতবার লিরিক্স দেখার চেষ্টা করা হচ্ছে ততবারই ব্যবহারকারীদের লিমিটের ব্যাপারটি মনে করিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
অনুবাদ: মোঃ রাফিজ খান