বাইডেন চালান স্থগিত করলেও, এখনও কয়েক বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাবে ইসরায়েল
ফিলিস্তিনের রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলকে দেওয়া তাদের অস্ত্রের একটি চালান স্থগিত করেছে এবং অন্যান্য চালান পাঠানোর সিদ্ধান্ত পর্যালোচনা করছে। তবে আগে থেকেই ইসরায়েলের জন্য বরাদ্দ কয়েক বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাইপলাইনে রয়ে গেছে।
সম্প্রতি খোদ বাইডেন উদ্বেগ প্রকাশ করে স্বীকার করেছে, তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর আরও ধ্বংসযজ্ঞ চালানো হতে পারে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের আগ্রাসনের জন্য ইসরাইল যেসব অস্ত্র ব্যবহার করতে পারে, তা নিয়ে প্রশাসন পর্যালোচনা করেছে।
গাজায় যুদ্ধের সাত মাস পর বেসামরিক নাগরিকদের সুরক্ষা ছাড়া রাফায় হামলা না চালাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
কংগ্রেসের সহযোগীরা অনুমান করছেন, স্থগিত করা এই বোমার চালানের দাম 'কয়েক মিলিয়ন' মার্কিন ডলার।
সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর জিম রিশ সাংবাদিকদের বলেন, ট্যাংক, মর্টার, সাঁজোয়া যান এবং জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএমএস)-সহ অন্যান্য বহু সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর কথা রয়েছে। জেডিএএমএস ডাম্ব বোমাকে (আনগাইডেড বোমা) নির্ভুল অস্ত্রে রূপান্তর করে।
রিশ বলেন, এই যুদ্ধাস্ত্রগুলো যত তাড়াতাড়ি অনুমোদন দেওয়ার কথা, তত তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না। গত ডিসেম্বরের পর থেকেই এ ধরনের বিলম্ব করা হচ্ছে। সাধারণত ইসরায়েলের জন্য দেওয়া সহায়তা কয়েক সপ্তাহের মধ্যেই পর্যালোচনা শেষ করা হয়।
বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তারা অতিরিক্ত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পর্যালোচনা করছেন।
বাইডেন বুধবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলি বাহিনী রাফায় বড় আগ্রাসন চালালে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজার ২.৩ মিলিয়ন মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস ইসরায়েলের জন্য ১৮ বিলিয়ন ডলারের অস্ত্র হস্তান্তর প্যাকেজ স্থগিত করেছেন। যার মধ্যে কয়েক ডজন বোয়িং কোম্পানির এফ -১৫ বিমানও রয়েছে।
হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থন,তার জন্য একটি রাজনৈতিক চাপ হয়ে হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষত তরুণ ডেমোক্র্যাটদের দিক থেকে। এই বছরেও পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইডেন।
এর ফলে প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে প্রচুর 'আনকমিটেড' ভোটের জোয়ার দেখা যাচ্ছে এবং মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভ সৃষ্টি হয়েছে।
'আঙুলের নখ দিয়েই লড়াই করব'
নেতানিয়াহু বৃহস্পতিবার একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, 'যদি প্রয়োজন হয়...আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়েই লড়াই করব।'
রিপাবলিকানদের অভিযোগ, বাইডেন ইসরায়েলের প্রতি তার প্রতিশ্রুতি থেকে পিছু হটছেন।
সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সিনেটে দেওয়া এক ভাষণে বলেন, 'কমান্ডার-ইন-চিফ যদি তার বাম দিকের চরমপন্থীদের বিপক্ষে দাঁড়াতে এবং যুদ্ধরত মিত্রের পক্ষে দাঁড়াতে রাজনৈতিক সাহস জোগাড় করতে না পারেন, তবে এর পরিণতি হবে মারাত্মক।'
সিনেটের আরও দশজন রিপাবলিকান সংবাদ সম্মেলন করে 'ইসরায়েলের জন্য অস্ত্র স্থগিত রাখা বা সীমাবদ্ধ করার জন্য বাইডেন প্রশাসনের সব ধরনের পদক্ষেপের' নিন্দা জানিয়ে একটি নন-বাইন্ডিং প্রস্তাব ঘোষণা করেছেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ইসরায়েল এখনও আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র পাচ্ছে।
কিরবি বলেন, 'তিনি (বাইডেন) ইসরায়েলকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র প্রদান অব্যাহত রাখবেন।'
কংগ্রেসের কিছু ডেমোক্র্যাট সদস্য বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ফরেন রিলেশনস মিডইস্ট সাব কমিটির ডেমোক্র্যাট চেয়ার সিনেটর ক্রিস মারফি রাফাহকে নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছেন।
রয়টার্সকে তিনি বলেন, 'আমি মনে করি কৌশলগত বা নৈতিক স্বার্থ এটা নয় যে, ইসরায়েলকে রাফায় হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা অভিযান পরিচালনা করতে আমাদের সহায়তা করতেই হবে।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি