এ বছর হজের মৌসুমে ফ্লাইং ট্যাক্সি, ড্রোনের ব্যবহার পরীক্ষা করবে সৌদি আরব
এ বছর হজের সময় ফ্লাইং ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার পরীক্ষা করবে সৌদি আরব। দেশটির পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সালেহ আল-জাসের এ কথা জানিয়েছেন।
সম্প্রচারমাধ্যম আল-অ্যারাবিয়ার খবর অনুযায়ী, মন্ত্রী বলেছেন, হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ বছরের হজ মৌসুমে সৌদি আরব আরও নমনীয় ও দ্রুত প্রযুক্তি এবং পরিবহন মাধ্যম প্রস্তুত করছে।
তিনি বলেন, 'এই পরিষেবাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের অবশ্যই এগিয়ে থাকতে হবে।'
চলতি বছরের শুরুর দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের মক্কার হোটেলগুলোতে পৌঁছে দেওয়ার জন্য ফ্লাইং ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছিল। আর এ সেবা প্রদানের জন্য সৌদি আরব ১০০টি ফ্লাইং ট্যাক্সি কিনতে চায়।
আগামী ১৪ জুন থেকে চলতি বছরের হজ মৌসুম শুরু হবে।
অনুবাদ: রেদওয়ানুল হক