'হাসব নাকি কাঁদব: মোদির আসনে মনোনয়ন বাতিলের পর কৌতুকাভিনেতা শ্যাম রঙ্গিলা
ভারতের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া কৌতুকাভিনেতা শ্যাম রঙ্গিলার মনোনয়ন বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার (১৫ মে) এক ভিডিও বার্তায় রঙ্গিলা দাবি করেছেন, বারাণসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৫৫ প্রার্থীর মধ্যে ৩৬ জনেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী মোদি এবং কংগ্রেসপ্রার্থী অজয় রাইসহ ১৫ জনের হলফনামা যাচাই-বাছাইয়ের পর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এসময় তিনি মনোনয়ন প্রক্রিয়ায় একের পর এক বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
রঙ্গিলা দাবি করেন, সময়মতো মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে তাকে। জেলা ম্যাজিস্ট্রেট অফিসে অভিযোগ করেও তেমন কোনো সহায়তা পাননি তিনি। বরং যাচাই-বাছাই প্রক্রিয়ার নাম করে অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, 'আজ জেলা ম্যাজিস্ট্রেট আমাকে জানান যে আমার হলফনামায় কিছু সমস্যা আছে, আমি নাকি শপথ গ্রহণ করিনি। তারা আমার আইনজীবীদের আমার সঙ্গে আনতে নিষেধ করেন, আমাকে একাই আসতে বলেন। এমনকি আমার বন্ধুকে মারধর করা হয়েছে। মোদিজি হয়ত অভিনয় করে কাঁদতে পারেন, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কাঁদতে চাই না।'
এই কৌতুকাভিনেতা বলেন, 'গতকাল ২৭টি মনোনয়নপত্র জমা পড়েছে, আর আজ ৩২ জনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনকে দেখে আমার হাসি পাচ্ছে। বুঝতে পারছি না আমি এখন হাসব? নাকি কাঁদব?'
রঙ্গিলার কথার প্রতিক্রিয়ায় বারানসী জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, 'আপনার (রঙ্গিলা) উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং তাতে থাকা ঘাটতির বিষয়ে আপনাকে অবহিত করা হয়েছে। আপনার জমা দেওয়া হলফনামা ছিল অসম্পূর্ণ, বিধিমোতাবেক আপনি শপথ গ্রহণ করেননি, তাই আপনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এমনকি এই আদেশের একটি অনুলিপিও আপনাকে সরবরাহ করা হয়েছে।'
একসময় মোদির একনিষ্ঠ সমর্থক রঙ্গিলা জানিয়েছিলেন, গত এক দশকে পরিস্থিতি বদলে গেছে, তাই তিনি বারাণসী থেকে মোদির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, '২০১৪ সালেও আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক ছিলাম। আমি তাকে সমর্থন জানিয়ে অনেক ভিডিও শেয়ার করেছি। এছাড়া রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করেছি আমি। এগুলো দেখে যে কারো মনে হবে, আগামী ৭০ বছর আমি শুধু ভারতীয় জনতা পার্টিকেই (বিজেপি) ভোট দেব। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি একেবারে বদলে গেছে। তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ব।'
২০১৪ সাল থেকে লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই বছর মোদি আম আদমি পার্টির (আপ) চেয়ারম্যান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিন লাখেরও বেশি ভোটে পরাজিত করেন এবং বিজেপির প্রধানমন্ত্রী হন। এবারের নির্বাচনেও সেই ধারা বজায় রাখতে চান মোদি।
পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত বারাণসী বিজেপি ও কংগ্রেসের অন্যতম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ, ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত আসনটিতে বিজেপি সাতবার ও কংগ্রেস ছয়বার জয়লাভ করেছে।
তবে বারাণসীতে এখনও পর্যন্ত সমাজবাদী পার্টি কিংবা বহুজন সমাজ পার্টি কেউই একবারও জিততে পারেনি।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি