দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে
ভারতের দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির
গতকাল রবিবার দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।
চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল থাকে, এ সময় আবহাওয়া তপ্ত ও আর্দ্র থাকে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরও তীব্র তাপপ্রবাহের কবলে পরতে পারে দেশটি।
শনিবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০টি অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লি ছাড়াও, প্রতিবেশী উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বিভিন্ন জেলা রয়েছে।
আইএমডি'র পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশেও নতুন করে তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি।
তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের অনেক রাজ্যে চলতি সপ্তাহেও ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং বিহারে লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামী ২৫ মে দিল্লিতে ভোটগ্রহণ হবে।
গত ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রচণ্ড গরমে বাইরে বের হতে অস্বস্তি প্রকাশ করেছেন অনেক ভোটার।
তারা জানিয়েছেন, এই গরমে লাইনে দাঁড়িয়ে তাকা খুব কঠিন, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য।
তাই ভারতের নির্বাচন কর্তৃপক্ষ ভোটগ্রহণের সময় বাড়িয়েছে এবং ভোট দিতে যাওয়ার সময় জনগণকে গরম থেকে নিজেদের রক্ষায় সাবধান থাকতে বলেছে।
ভারতের অনেক অংশেই গ্রীষ্মকাল সর্বদাই মারাত্মক, বিশেষ করে উত্তর ও মধ্য অঞ্চলে।
সামর্থ্যবানেরা গরমের হাত থেকে বাঁচতে এয়ার-কন্ডিশনার এবং ওয়াটার কুলার ব্যবহার করছে। তবে এই সুবিধাবঞ্চিত গ্রামের মানুষ তাপপ্রবাহ মোকাবিলায় তাদের নিজস্ব উপায় অনুসরণ করছেন। তারা হিটস্ট্রোক এড়াতে মাটির পাত্রে রেখে পানি ঠান্ডা রাখেন এবং কাঁচা আম দিয়ে তৈরি পানীয় পান করছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি