'আমরা নই': ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইসরাইলি কর্মকর্তার
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, তারা এই দুর্ঘটনার সঙ্গে জড়িত নন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, 'এতে আমাদের কোনো হাত ছিল না।'
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান সীমান্তের কাছে পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
রাতভর তুষারঝড়ের মধ্যে তল্লাশি চালানোর পর সোমবার ভোরে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হয়েছেন।'