ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিলে আইসিসির ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান আদালতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার উদ্দেশ্যে মার্কিন আইনপ্রণেতাদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ হামাসের শীর্ষ তিন নেতার গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসির বিচারকমণ্ডলীর কাছে।
আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রিপাবলিকানদের ক্রমাগত চাপের মধ্যেই ব্লিঙ্কেন এ মন্তব্য করেছেন যা নিয়ে এ সপ্তাহেই মার্কিন কংগ্রেসে একটি ভোট হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হলেও ইউক্রেনের যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সহ পূর্ববর্তী রায়কে সমর্থন জানিয়েছিল।
মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানি শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক বিচারব্যবস্থা আছে এমন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রে আইন প্রণয়ন করার জন্য ব্লিঙ্কেনের সমর্থন থাকবে কি না।
জবাবে ব্লিঙ্কেন জানিয়েছেন, "দুই দলের মধ্যে আলোচনার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিতে আপনাদের সাথে কাজ করতে করতে আমি বদ্ধপরিকর। একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আমাদের উদ্যোগী হতে হবে।"
ইতোমধ্যেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে দুটি বিল উত্থাপিত হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য চিপ রয় 'ইলেজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট' নামে একটি বিল উত্থাপন করেন। এতে বলা হয়েছে, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের সুরক্ষিত ব্যক্তি ও তাদের মিত্রদের বিরুদ্ধে মামলা বাতিল না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা সহ মার্কিন ভিসা প্রত্যাহার এবং দেশটিতে কোন প্রকার লেনদেন করা থেকে নিষিদ্ধ করা হবে।
বিলটির প্রতি কংগ্রেস সদস্যদের আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে যেহেতু রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের তৃতীয় সর্বোচ্চ রিপাবলিকান নেতা এলিসে স্টেফানিক সহ অন্তত ৩৭ জন আইনপ্রণেতা বিলটির পৃষ্ঠপোষকতা করছেন।
এদিকে কয়েকজন বামপন্থী ডেমোক্র্যাট, যেমন মিনেসোটা কংগ্রেসওম্যান ইলহান ওমর আইসিসির পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। ওমর আদালতের অভিযোগের তাৎপর্যের উপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আইসিসির কাজকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে, রিপাবলিকান-নেতৃত্বাধীন হাউজ বা ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে যথেষ্ট সমর্থন আছে কিনা তা অনিশ্চিত।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে মঙ্গলবার (২১ মে) সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইন প্রণেতাদের সাথে 'পরবর্তী পদক্ষেপ' নিয়ে আলোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন।
রাশিয়া থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মার্কিন মনোভাব নিয়ে মন্তব্য করে বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে মার্কিন ইচ্ছা ও আচরণ কৌতূহলের বিষয়।