গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার পর এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল
গাজায় ইসরায়েলে হামলা ঘিরে দেশটির সঙ্গে কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল ব্রাজিলের। এ উত্তেজনার মধ্যেই ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডা সিলভা।
বুধবার (২৯ মে) প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় ব্রাজিল।
ইসরায়েল অবশ্য ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ফ্রেডেরিকো মেয়ারকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশন যোগ দেবেন।
নিয়মিতই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ইসরায়েলের এ হামলাকে তিনি হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধন) সঙ্গে তুলনা করেছেন। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তাকে তিরস্কার করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
গ্লোবাল সাউথের সরব কণ্ঠ লুলা তার হলোকাস্ট-সংক্রান্ত মন্তব্যের জন্য কট্টর ডানপন্থিদের কাছে তুমুল সমালোচনার শিকার হয়েছেন। তবে লাতিন আমেরিকা থেকে বিপুল সমর্থন পেয়েছেন তিনি।
লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও কলম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ৮১ হাজারের বেশি ফিলিস্তিনি।