সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি আলেক্সি ডিউমিনকে শীর্ষ পদে বসালেন পুতিন
সাবেক দেহরক্ষী আলেক্সি ডিউমিনকে রাশিয়ার অ্যাডভাইজরি স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে করে তিনিই বর্তমান প্রেসিডেন্টের উত্তরসূরি কি-না, সেটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
গতকাল (বুধবার) পুতিন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে ডিউমিনকে নিয়োগ দেওয়া হয়। তবে সেখানে তার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
গত মার্চ মাসে পুতিন আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন। এরপর ৫১ বছর বয়সী ডিউমিনকে সামনে নিয়ে আসেন পুতিন।
এই সম্পর্কে ক্রেমলিনের সাবেক উপদেষ্টা সার্গেই মারকভ বলেন, "এটিকে (নতুন পদে নিয়োগ) অনেকটা নিশ্চিতকরণ হিসাবে দেখা হচ্ছে যে, রাশিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পছন্দ ডিউমিন। যদিও বহু আগে থেকেই এমন গুঞ্জন ছিল।"
৭১ বছর বয়সী পুতিনের স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তবে ডিউমিনের নাম রাশিয়ার রাজনৈতিক এলিট মহলে আগে থেকেই শোনা যায়।
স্টেট কাউন্সিল মূলত রুশ অঞ্চলগুলোর প্রধানদের নিয়ে গঠিত। ২০২০ সালে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি পুতিনের হাতকে আরও শক্তিশালী করার উপায় হিসেবে কাজ করেছে।
ডিউমিন ১৯৭২ সালে পশ্চিম রাশিয়ার কুরস্কে জন্মগ্রহণ করেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় নানা টেলিভিশনে উপস্থিত হওয়া সত্ত্বেও তার শাসনাধীন অঞ্চলের বাইরে তিনি খুব একটা পরিচিত নন। তবে রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা মহলে তিনি বেশ সুপরিচিত।
ডিউমিন দেশটির সর্বোচ্চ 'হিরো অব রাশিয়া' পুরস্কারে ভূষিত হয়েছেন। পুতিনের প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি নিষ্ঠার সাথে দেহরক্ষীর ভূমিকা পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৮ সালে ডিউমিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তার বিরুদ্ধে দেশটির অভিযোগ, তিনি স্পেশাল অপারেশনস ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন; যা 'রাশিয়ার ক্রিমিয়ার অধিগ্রহণে মূল ভূমিকা পালন করেছিল'।
যুক্তরাজ্যের পক্ষ থেকেও ডিউমিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশটির অভিযোগ, তিনি ২০২২ সালে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী অপারেটিভদের জন্য একটি ড্রোন প্রশিক্ষণ স্কুল চালু করেছিলেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান