ভারতের নির্বাচনে সর্বোচ্চ ১ লাখ কর্মসূচি বাংলায়
২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে সবচেয়ে বেশি বার হেলিকপ্টার ব্যবহার করেছে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। খবর আনন্দবাজার পত্রিকা।
ভারতের নির্বাচন কমিশন জানায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে তৃণমূল মোট ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। প্রতিদ্বন্দ্বী বিজেপি ব্যবহার করেছে ১৮৩ বার। এছাড়া কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীরা মাত্র দুবার হেলিকপ্টার ব্যবহার করেছে।
অন্যদিকে বাম দলগুলো এবারের নির্বাচনী প্রচারে একবারও হেলিকপ্টার ব্যবহার করেনি।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, তৃণমূল মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল। তাদের ৫২১ বার ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই নির্বাচনী প্রচার হয়েছে সবচেয়ে বেশি, যেখানে গত আড়াই মাসে সব রাজনৈতিক দল মিলিয়ে প্রায় এক লাখ সভা, মিছিল হয়েছে। আর কোনো রাজ্যে ভোটের প্রচারে এত বেশি সভা,সমাবেশ, মিছিল ইত্যাদি হয়নি।
কমিশন আরও জানায়, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে এক লাখ ১৯ হাজার ২৭৬টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়।
আবার পুরো পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রচারণা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ১০ হাজার ৬৮৮টি কর্মসূচি পালিত হয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।