নারী যাত্রীদেরকে অন্য নারীর পাশের আসন নেওয়ার সুবিধা দিচ্ছে ভারতীয় এ বিমানসংস্থা
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স নারী যাত্রীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে। এর ফলে নারীরা এই এয়ারলাইন্সের বিমানে ভ্রমণের সময় চাইলেই অন্য নারীর আসনের পাশে নিজের আসনটি বেছে নিতে পারবেন।
সিএনএন-এর কাছে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, সাশ্রয়ী বিমানসংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স অনলাইনে চেক-ইন করা নারী যাত্রীদের জন্য পাইলট প্রকল্পের ভিত্তিতে এ সুবিধাটি দিচ্ছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত ইন্ডিগো ভারতে প্রতিদিন দুই হাজারেরও বেশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।
বিবৃতিতে ইন্ডিগো বলেছে, এ সুবিধাটি একা অথবা পারিবারিক বুকিংয়ের অংশ হিসেবে ভ্রমণকারী নারী যাত্রীরা পাবেন।
এ বিষয়ে আরও তথ্যের জন্য সিএনএন ইন্ডিগোর সঙ্গে যোগাযোগ করেছে। তবে, নারী যাত্রীদের অন্য নারী যাত্রীর সঙ্গে বসার সুযোগ দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি তারা।
উল্লেখ্য, সারাবিশ্বে প্রায়ই বাণিজ্যিক ফ্লাইটে নারী ও শিশুদের ওপর নিগ্রহের অভিযোগ পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানে সংঘটিত অপরাধের তদন্ত করে এফবিআই। বিমানে যৌন নিপীড়নের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে এফবিআই জানায়, ২০২৩ সালে তারা ফ্লাইটে ৯৬টি যৌন নিপীড়নের ঘটনা তদন্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়, 'বিমানে যৌন নিপীড়নে করলে অপরাধীকে কারাগারে পাঠানো হতে পারে। সাধারণত পুরুষেরা এ ধরনের ঘটনায় বেশি অভিযুক্ত হন এবং নারী ও অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্করা এসব অপরাধের ভুক্তভোগী হয়।'