প্রারম্ভিক ভীতির পরে মোদির বিজেপিকে টপকে এগিয়ে মমতার তৃণমূল
প্রকাশ হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে ৭ দফায়।
এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, বড় ব্যবধানে এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
রাজ্যে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৩১ আসনে। আর ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১০ আসনে। একটি আসনে এগিয়ে আছে কংগ্রেস।
তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ৩.১৪ লাখ বেশি ভোটের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। একইভাবে তৃণমূলের মহুয়া মৈত্র যিনি আগে কৃষ্ণনগরে পিছিয়ে ছিলেন, তিনি এখন বিজেপির অমৃতা রায়ের চেয়ে ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল থেকে তৃণমূলের লোকসভা প্রার্থী ও অভিনেতা শত্রুঘ্ন সিনহাও ৩৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২টি আসন। কংগ্রেস গতবার দুটি আসন পেয়েছিল।
সাত ধাপে ভোটগ্রহণের পর ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করা শুরু হয়েছে আজ থেকে। দুদিন আগেই বুথফেরত জরিপ সংস্থাগুলো ভবিষ্যদ্বাণী করেছিল, এবারও বিপুল বিজয় পাবে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতৃত্বাধীন জোট এনডিএ।
কিন্তু প্রাথমিক ফল ঘোষণা শুরু হতেই সমস্ত বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী উল্টে দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া।