‘ভারতবাসী চান না মোদি-অমিত শাহ আর দেশ চালাক’: রাহুল গান্ধী
সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপিকে ঠেকিয়ে দিতে পেরেছে বিরোধীদের জোট ইনডিয়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির নিন্দা করে বলেছেন, নির্বাচনের ফলাফল স্পষ্ট ইঙ্গিত করছে যে, ভারতের মানুষ চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ তাদের দেশ পরিচালনা করুক।
ভারতের নির্বাচনে বর্তমানে ভোট গণনা চলছে। এর আগে এক্সিট পোলের পূর্বাভাসে বলা হয়েছিল, এবারের নির্বাচনেও বিপুল ভোটে জিতবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সে হিসেব এখন উলটে গেছে।
সর্বশেষ হিসেব অনুযায়ী, ইনডিয়া জোটে ২২৮ আসনে এগিয়ে রয়েছে। তবে বিজেপি'র নেতৃত্বাধীন এনডিএ জোটও ৩০০ আসনে জয়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এটি ২৯৭ আসনে জয় পেয়েছে।
বিজেপি নিজে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় নতুন করে দরকষাকষি শুরু হয়েছে এনডিএ'র অভ্যন্তরে। ইতোমধ্যে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে ফোন পেয়েছেন বলে জানা গেছে।
উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এখানে অখিলেশ যাদবের এসপি দলের নেতৃত্বে ইনডিয়া জোট ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির ভরাডুবি হওয়া আরেক রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কমপক্ষে ৩২টি আসনে এগিয়ে রয়েছে।
এছাড়া মহারাষ্ট্রেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিরোধীরা। এখানে বিরোধীদলীয় জোট ইনডিয়া ৩০ আসনে এগিয়ে রয়েছে। আর এনডিএ পেয়েছে মাত্র ১৭ আসন।