কাশ্মীরে কারাবন্দি প্রার্থীর কাছে হারলেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিও পরাজিত
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারামুল্লা লোকসভা আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল রশিদের কাছে হেরেছেন। আবদুল রশিদ বর্তমানে ইউএপিএ মামলায় তিহাড় জেলে বন্দি।
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি)- এর সহসভাপতি ওমর আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী আবদুল রশিদের কাছে ১ লাখ ৩৪ হাজার ৭০৫ ভোটে হেরেছেন।
যদিও বুথফেরত জরিপগুলো আবদুল্লাহ'র জয়ের পূর্বাভাস দিয়েছিল।
তবে মঙ্গলবার বারামুল্লা ডিগ্রি কলেজে গণনা শুরু হওয়ার পর থেকে সাবেক বিধায়ক রশিদ এগিয়ে থাকেন। প্রতি রাউন্ডে ব্যবধান বাড়তে থাকে।
ফল ঘোষণার পর ওমর আবদুল্লাহ বলেন, 'আমি মনে করি অনিবার্যকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।'
ওমর আব্দুল্লাহকে হারানো আবদুল রশিদ তিহার জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার রশিদ।
আবদুল রশিদ মোট ২ লাখ ৯১ হাজার ৬১০ ভোট পেয়েছেন, অন্যদিকে ওমর আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯০৫ ভোট।
৯৮ হাজার ৬০৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন।
অন্যদিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি)-সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের (এনসি ) প্রার্থী মিয়া আলতাফের চেয়ে ২ লাখ ৮০ হাজারের বেশি ভোটে হেরেছেন।
ফল ঘোষণার পর মেহবুবা মুফতি এক্স-এ লিখেছেন, 'জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদের কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জয়-পরাজয় খেলারই অংশ এবং এটি আমাদের পথচলা থেকে বিরত রাখতে পারবে না। জয়ের জন্য মিয়া সাহেবকে অভিনন্দন।'
ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতি (File Photos) (HT_PRINT)