জনসম্মুখে অনুষ্ঠানে বর্ম পরা শুরু করেছেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জনসমুক্ষে অনুষ্ঠানগুলোতে দেহে বর্ম পরছেন। ইভেন্টগুলোতে উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে গত মঙ্গলবার মস্কো টাইমস এমনটাই জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মস্কোতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেড নিয়ে বলেন, "চলতি বছরের ৯ মে প্যারেডের সময় পুতিন স্পষ্টতই দেহে গোপনে বর্ম পরেছিলেন। এই সতর্কতার প্রয়োজন আছে বলে আমি মনে করি।"
গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন পুতিন। এরপর ৯ মে সরাসরি সম্প্রচারকৃত বার্ষিক সামরিক প্যারেডে তাকে জেনারেলদের অভ্যর্থনা জানাতে দেখা গেছে। ঐ ভিডিওতে ৭১ বছর বয়সী পুতিনকে বারবার নিজের ডান কাঁধের দিকে পোশাক ঠিক করতে দেখা গেছে।
নিরাপত্তা পরামর্শক জেড মিলার দ্য মস্কো টাইমসকে বলেছেন, "পুতিনের শরীরের উপরের অংশ কৃত্রিম দেখাচ্ছিল। তার কাঁধটি বরং চওড়া ও চারকোনা আকৃতির মনে হচ্ছিল।"
জেড মিলার বলেন, "আমার মতে কুচকাওয়াজে অংশ নেওয়ার সময় পুতিন ব্যালিস্টিক প্রতিরোধী বর্ম পরেছিলেন।"
রাশিয়ান সংবাদপত্র অনুসারে, পুতিন ২০২৩ সাল থেকে বুলেটপ্রুফ ভেস্ট পরা শুরু করেছিলেন। কর্মকর্তারা মস্কো টাইমসকে জানান, পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্ট সিকিউরিটি সার্ভিস এই ব্যবস্থার সুপারিশ করেছিল।
তবে প্রাণনাশের শঙ্কায় পুতিনের বাড়তি সুরক্ষার ঘটনা এটাই প্রথম নয়। তার সাবেক দেহরক্ষী ব্রিজহ্যাটি জানান, রুশ প্রেসিডেন্ট এমনকি তার দেহরক্ষীদেরও পুরোপুরি বিশ্বাস করেন না। সেক্ষেত্রে তার অবস্থান সম্পর্কে নিজের সিকিউরিটি সার্ভিসকে ভুয়া তথ্য দিয়ে থাকেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান