কঙ্গনার সাথে করেছেন সিনেমা! এবার একসাথে সংসদে বসবেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ
২০১১ সালে কঙ্গনা রানাওয়াতের বিপরীতেই বলিউডে অভিষেক করেছিলেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস)-র প্রধান চিরাগ পাসওয়ান। এবারের লোকসভা নির্বাচনে এই দুই তারকাই নির্বাচিত হয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) কঙ্গনাকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চিরাগ। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই তারকা জানান, তিনি 'কুইন' খ্যাত অভিনেতার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।
চিরাগ বলেন, "আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, যখন সিনেমায় কাজ করেছি। আমরা সংসদে বৈঠক করব। আমি মনে করি তিনি একজন শক্তিশালী নারী। তিনি খুব স্পষ্টভাবে কথা বলেছেন। আমি সংসদে তার কথা শোনার অপেক্ষায় রয়েছি।"
১৩ বছর আগে 'মিলে না মিলে হাম' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ৪১ বছরের চিরাগ। এতে তার বিপরীতে জুটি বেঁধেছিলেন রানাওয়াত। তার সিনেমা বক্স অফিসে সাফল্য না পাওয়ায় তিনি পা রাখেন রাজনীতিতে।
চিরাগ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের জামুই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়লাভ করেছিলেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনি তার আসনটি ধরে রেখেছিলেন।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পাসোয়ান হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১,৭০,১০৫ ভোটে জয়ী হন। বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া ও জামুইয়ের পাঁচটি আসনে জয়ী হয়েছে তার দল এলজেপি (আরভি)।
মোদীর নেতৃত্বে সরকার গঠনে এনডিএ-কে নিঃশর্ত সমর্থন জানাচ্ছে চিরাগ। তিনি বলেন, "আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বকে নিঃশর্তভাবে মেনে নিয়েছি। ইনফ্যাক্ট, এখানে কোনো শর্ত থাকতে পারে না। এটা প্রধানমন্ত্রীর নেতৃত্বের জয়। তিনি যেভাবে এনডিএ-কে নেতৃত্ব দিয়েছিলেন তা বড় জয় নিশ্চিত করেছিল।"
এদিকে, বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফের এক জওয়ানের বিরুদ্ধে।
দিল্লিগামী ভিস্তারা ফ্লাইট ইউকে ৭০৭ এ ওঠার প্রস্তুতি নেওয়ার সময় সিকিউরিটি চেকিং এরিয়াতে এই বিবাদ ঘটে। কৃষক আন্দোলন নিয়ে 'খালিস্তানি' প্রসঙ্গ টেনে কঙ্গনার বলা কিছু কথার পরিপ্রেক্ষিতেই এই চড়, জানান ওই নারী সিআইএসএফ।
ইতোমধ্যেই এমন আচরণের জন্য ঐ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত গোটা ভারত এই নিয়ে বিতর্কে মুখর হয়েছে। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।