লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী
কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পরে রাহুলের ঘোষণা করেন।
মঙ্গলবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে ভেণুগোপাল বলেন, 'প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে লেখা চিঠিতে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছি।'
তিনি আরও বলেন, 'অন্যান্য পদে কারা দায়িত্ব পালন করবেন এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
প্রায় তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কোনো সাংবিধানিক পদে বসলেন রাহুল।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি