ট্রাম্পের ওপর গুলির কয়েক ঘণ্টার মধ্যে চীনে ওই ঘটনার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি ছোড়ার মাত্র দুই ঘণ্টা পরই চীনা অনলাইন ব্যবসায়ীরা ওই ঘটনার ছবি সংবলিত স্যুভেনির টি-শার্ট বিক্রি শুরু করেছেন।
চীনা অনলাইন শপিং প্ল্যাটফর্ম তাওবাওয়ের বিক্রেতা লি জিনওয়েই বলেন, 'গোলাগুলির খবর দেখা মাত্রই আমরা টি- তাওবাওয়ের শার্টগুলোতে এই ছবি লাগাই। তবে তখনো আমরা সেগুলো ছাপানো শুরু করিনি। এরপর মাত্র তিন ঘণ্টার মধ্যে চীন ও যুক্তরাষ্ট্র থেকে দুই হাজারের বেশি অর্ডার পাই।'
তিনি বলেন, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এত দ্রুত উত্পাদন এবং বিক্রি উপযোগী করা সম্ভব হয়েছে। এর ফলে খুব দ্রুত টি-শার্টগুলো বিক্রি শুরু করতে পারি।
জিনফ্লাইং ডিজিটাল প্রিন্টিং প্রোডাকশন নামে গুয়াংডং-ভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, তাদের ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো প্রতি ঘন্টায় নির্বাচন সম্পর্কিত আটটি টি-শার্ট মুদ্রণ করতে পারে।
চীনা আন্তঃসীমান্ত ই-কমার্স প্ল্যাটফর্ম ডিএইচগেটের ডেটা দেখিয়েছে যে জানুয়ারি থেকে নির্বাচন সম্পর্কিত স্যুভেনিরের বেচাকেনার পরিমাণ প্রতিমাসে ৪০% এরও বেশি বেড়েছে। মার্চ মাসের পর থেকে এর পরিমাণ ১১০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা হামলার পর এই চাহিদা আরও দ্রুত বেড়েছে। কারণ টি-শার্ট কারখানাগুলো শুধু ওই হামলার পর ট্রাম্পের ছবিগুলো ডাউনলোড করেছে এবং তাদের ডিজিটাল প্রিন্টিং ক্ষমতা ব্যবহার করে দ্রুত পণ্যগুলো উত্পাদন করেছে।
হেবেই প্রদেশে লি'র কারখানায় ১ মিনিটেই একটি টি-শার্ট তৈরির কাজ শেষ করতে পারে বলে জানিয়েছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি