প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ও মিশেল ওবামা
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
শুক্রবার প্রকাশিত এক ভিডিওতে ফোনকলে হ্যারিসের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে তাদের।
ভিডিওটিতে দেখা যায়, ওবামা ফোনে হ্যারিসকে বলছেন, 'মিশেল আর আমি আপনাকে সমর্থন করতে পেরে সত্যিই গর্বিত এবং আপনাকে নির্বাচনে জিততে এবং ওভাল অফিসে পৌঁছাতে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।'
ভাইস প্রেসিডেন্ট হ্যারিস তাদের সমর্থনের জন্য ওবামাকে ধন্যবাদ জানান এবং এবং তাদের বহু দিনের বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০ বছর ধরে ওবামা ও কমলা একে অপরকে চেনেন।
ভিডিও ক্লিপে হ্যারিস বলেন, 'ওহ ঈশ্বর! মিশেল, বারাক, এটি (সমর্থন) আমার কাছে বিরাট পাওয়া। সর্বোপরি আমি আপনাকে কেবল এ কথাই বলতে চাই, আপনি যা বলেছেন এবং আপনি যে বন্ধুত্ব দেখিয়েছেন, তা আমার কাছে আমি বলার চেয়ে বেশি অর্থবহ। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ এবং আমরাও এই প্রক্রিয়াটি উপভোগ করতে যাচ্ছি, তাই না?'
সাবেক ফার্স্ট লেডি বলেছেন, তিনি হ্যারিসের জন্য গর্বিত এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন।
হ্যারিসের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে এক যৌথ বিবৃতিতে ওবামা হ্যারিসের প্রশংসা করেন এবং তার সফলতার বিষয়গুলোর কথা তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, 'এতে হ্যারিসের ভালো একটি জীবনবৃত্তান্তের চেয়েও বেশি কিছু আছে। এই গুরুত্বপূর্ণ সময়ের জন্য তার (হ্যারিস) প্রয়োজনীয় দৃষ্টি, চরিত্র ও শক্তি রয়েছে। নির্বাচনে জিততে ও আমেরিকার মানুষকে ভালোভাবে সেবা করতে যা প্রয়োজন তার তা আছে। এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই।'
অনুবাদ: রেদওয়ানুল হক