ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত
ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে, এতে থাকা ৬১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর বিবিসির।
ভয়েপাস এয়ারলাইন জানিয়েছে, দুই ইঞ্জিনের টার্বোপ্রপটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাচ্ছিল। তবে মাঝপথে ভিনহেডো শহরে বিমানটি ভূপতিত হয়।
আটিআর ৭২-৫০০ বিমানটিতে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৬১ জন আরোহী ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ঘটনায় সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও গোমেস ডি ফ্রেইতাস তিন দিনের শোক ঘোষণা করেছেন।
এদিকে, ফ্লাইট রেকর্ডারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি-ইতালীয় বিমান নির্মাতা এটিআর বলেছে, দুর্ঘটনাটি তদন্তে তারা সহযোগিতা করবে।
বিমানটি একটি আবাসিক এলাকায় ভূপতিত ও বিধ্বস্ত হলেও ওই এলাকার কেউ হতাহতের শিকার হননি।
কর্মকর্তারা বলছেন, বিমান ভূপতিত হওয়ার ঘটনায় স্থানীয় কনডোমিনিয়াম কমপ্লেক্সের একটি মাত্র বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিশাল এলাকা আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটি স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ক্যাসকেভেল ছেড়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর বিমান থেকে সর্বশেষ সংকেতটি পাওয়া গিয়েছিল।
এদিকে, ব্রাজিলের সিভিল এভিয়েশন এজেন্সি বলছে, ২০১০ সালে নির্মিত বিমানটি 'বৈধ রেজিস্ট্রেশন এবং এয়ারওয়ার্ডিনেস সার্টিফিকেটসহ ভাল অপারেটিং অবস্থাতেই ছিল'।
এছাড়া, দুর্ঘটনার সময় বোর্ডে থাকা ৪ জন ক্রু সদস্যের সবাই ছিল যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য।