তুরস্কের পার্লামেন্টে অধিবেশন চলাকালেই মারামারিতে জড়ালেন ডজনখানেক এমপি
তুরস্কের পার্লামেন্টে একাধিক সংসদ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ আগস্ট) সংসদীয় ক্ষমতা হারানো (এ বছর) একজন বিরোধী সংসদ সদস্যকে (গ্রেপ্তার হওয়া) নিয়ে বিতর্ক চলার সময় এ মারামারির ঘটনা ঘটে।
৩০ মিনিট ধরে চলা এ মারামারিতে কমপক্ষে দুজন সংসদ সদস্য আহত হয়েছেন এবং সংসদীয় শুনানি স্থগিত করা হয়।
শেষ পর্যন্ত সংসদ সদস্যরা একটি ভোটে অংশ নেন যা আইনজীবী ও মানবাধিকার কর্মী জান আতালায়ের সংসদীয় ম্যান্ডেট পুনরুদ্ধারে বিরোধী দলের পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। আতালায় গত বছর কারাগার থেকে প্রচারণা চালিয়ে তার আসনে জয় লাভ করেছিলেন।
ক্ষমতাসীন দল একেপি-এর সদস্য আলপাই ওজালান তুরস্কের বামপন্থী শ্রমিক দলের (টিআইপি) সদস্য আহমেত সিকের ওপর চড়াও হওয়ার পর মারামারির ঘটনা শুরু হয়। আহমেত সিক আতালায়ের প্রতি সরকারের আচরণের নিন্দা করেছিলেন।
আহমেত বলেন, "আতালায়কে সন্ত্রাসী বলাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সব নাগরিকের জানা উচিত, এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংসদের বেঞ্চে বসা লোকেরা।"
সিকের এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে সাবেক ফুটবলার এবং একেপি সদস্য আলপাই ওজালান সিককে মাটিতে ফেলে দেন বলে জানিয়েছেন সংসদে উপস্থিত এএফপি-র এক সাংবাদিক। মাটিতে পড়ে থাকা অবস্থায় সিককে একেপি সদস্যরা কয়েকবার ঘুসি মারেন। অনেক সংসদ সদস্য পরবর্তীতে মারামারিতে যোগ দেন।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে মারামারির দৃশ্য দেখা গেছে। পরে কর্মচারীদের সংসদের মেঝে থেকে রক্তের দাগ পরিষ্কার করতে দেখা যায়।
রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একজন এবং পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (ডিইএম) একজন ডেপুটি মাথায় আঘাত পান।
প্রধান বিরোধী দল সিএইচপি প্রধান ওজগুর ওজেল এই মারামারির নিন্দা জানিয়ে বলেন, "এই পরিস্থিতি দেখে আমি লজ্জিত।"
তুরস্কের সংসদের স্পিকার জানিয়েছেন, মারামারির সূত্রপাত করা দুই ডেপুটিকে শাস্তি দেওয়া হবে।
জানুয়ারিতে উত্তেজনাপূর্ণ এক সংসদ অধিবেশনের পর আতালায় তার সংসদীয় আসন হারান, যদিও তার সহকর্মী বামপন্থী সদস্যরা তা বন্ধ করার চেষ্টা করেছিলেন।
২০২২ সালে একটি বিতর্কিত মামলায় আতালায় ১৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। একই মামলায় পুরস্কারপ্রাপ্ত তুরস্কের দাতব্যকর্মী ওসমান কাভালাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।
কারাগার থেকে ৪৮ বছর বয়সী আতালায় ২০২৩ সালের মে মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাতাই প্রদেশের জন্য সংসদীয় আসনের প্রচারণা চালান এবং নির্বাচিত হন। তিনি বামপন্থী টিআইপি দলের একজন সদস্য। দলটির সংসদে তিনটি আসন রয়েছে।
এই বিজয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থক ও বিরোধী নেতাদের মধ্যে একটি আইনি অচলাবস্থা তৈরি হয়, যা গত বছর তুরস্ককে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেয়।
জানুয়ারিতে আতালায়কে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্টের রায়ের পরে। রায়ে তার শাস্তি বহাল রেখে তার সংসদীয় ক্ষমা তুলে নেওয়ার পথ প্রশস্ত করা হয়। কিন্তু ১ আগস্ট দেশটির সংবিধান আদালত এই রায়কে "অকার্যকর" বলে ঘোষণা করে।
একেপি এবং কট্টরপন্থী জাতীয়তাবাদী আন্দোলন পার্টির ডেপুটিরা একজোট হয়ে শুক্রবার (১৬ আগস্ট) বিরোধীদের ভোটে হারিয়ে দেন।
এর আগেও তুরস্কের সংসদ সরকার বিরোধী অনেক রাজনীতিবিদের, বিশেষত কুর্দিদের, যাদের সরকার "সন্ত্রাসী" বলে মনে করে, তাদের শাস্তি প্রত্যাহার না করতে ভোট দিয়েছিল।