জেলে বসেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান
বর্তমানে জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদে আবেদন করেছেন।
এক বছরেরও বেশি সময় ধরে জেলে থাকা ইমরান খান দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রবিবার রাতে তিনি তার আবেদন জমা দিয়েছেন বলে তার উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবল কলেজের একজন সম্মানসূচক ফেলো। সেখানে তিনি ১৯৭২ সালে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি (পিপিই) নিয়ে পড়াশোনা করেছিলেন।
তার আবেদনের বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্য করেনি এবং পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের নাম অক্টোবরের শুরুতে ঘোষণা করবে। ২৮ অক্টোবর অনলাইনে ভোট গ্রহণ হবে।
পূর্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদে প্রার্থী হতে হলে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের ৫০ জন সদস্যের মনোয়ন লাগত।
বর্তমানে অক্সফোর্ড চ্যান্সেলরের পদটি মূলত একটি সজ্জনপূর্ন ভূমিকা এবং চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ভোটে নির্বাচিত হয় [যারা তাদের ডিগ্রি পেয়েছেন এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধিত আছেন]। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যদের যেমন একাডেমিক স্টাফরাও ভোট দিতে পারেন।
প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, কর্মচারী বা রাজনৈতিক পদপ্রার্থী হতে পারবে না।
বর্তমান চ্যান্সেলর ক্রিস্টোফার প্যাটেন (৮০) ২০০৩ সাল থেকে এ পদে আছেন। তিনি এ বছর পদ থেকে বিদায় নিচ্ছেন। লর্ড প্যাটেন ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হংকংয়ের শেষ গভর্নর ছিলেন এবং ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন।
তোষাখানার রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং এ সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে গত বছরের ৫ আগস্ট ইমরান খানকে জেলে বন্দী করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলেও বর্তমানে এসব সাজা বাতিল করা হয়েছে।
জাতিসংঘের একটি প্যানেল ইমরানকে আটকে রাখাকে 'অযাচিত' ঘোষণা করেছে। কিন্তু নতুন মামলায় তিনি এখনও জেলে আছেন।