ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেন জুনিয়র কেনেডি
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দেন তিনি।
প্রেস কনফারেন্সে ট্রাম্পকে সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পর, কেনেডি অ্যারিজোনায় ট্রাম্পের একটি প্রচারাভিযানে যোগ দেন, যেখানে জনতা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানায়।
পরে সমাবেশে ট্রাম্প কেনেডিকে মঞ্চে স্বাগত জানিয়ে তাকে "অসাধারণ" এবং "বুদ্ধিমান" বলে প্রশংসা করেন।
কেনেডি সম্পর্কে ট্রাম্প বলেন, "তার প্রার্থীতা লাখো আমেরিকানকে অনুপ্রাণিত করেছে এবং বহুদিন ধরে উপেক্ষিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনেছে।"
ট্রাম্প আরও ঘোষণা করেছেন, তিনি পুনরায় নির্বাচিত হলে, রাষ্ট্রপতি জন এফ. কেনেডির হত্যা সম্পর্কিত নথি প্রকাশ করবেন।
অন্যদিকে কেনেডি বলেন, তিনি এবং ট্রাম্প সীমান্ত নিরাপত্তা, বাক স্বাধীনতা এবং যুদ্ধ বন্ধ করার মতো বিষয়ে একমত হয়েছেন। তবে, তিনি স্বীকার করেন যে কিছু বিষয়ে তাদের মধ্যে এখনও পার্থক্য রয়েছে।
কেনেডি আরও বলেন, তিনি দশটি গুরুত্বপূর্ণ রাজ্য থেকে তার নাম ব্যালট থেকে সরিয়ে নেবেন, তবে অন্যান্য রাজ্যে তিনি প্রার্থী থাকবেন।
ডেমোক্র্যাটিক পার্টির উপদেষ্টা মেরি বেথ কাহিল বলেন, "ডোনাল্ড ট্রাম্প এমন একটি সমর্থন পেয়েছেন যা তার প্রচারে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।"
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, কেনেডির সমর্থন ট্রাম্পকে খুব বেশি সাহায্য করতে নাও পারে, কারণ কেনেডির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এদিকে, ট্রাম্পকে সমর্থন জানানোয় বেশ ক্ষুব্ধ হয়েছে কেনেডি জুনিয়রের বোন কেরি কেনেডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, 'ট্রাম্পের প্রতি তার (কেনেডি জুনিয়র) সমর্থন আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এটি একটি দুঃখজনক গল্পের একটি দুঃখজনক সমাপ্তি।'
পরিবেশ আইনজীবী, টিকা-বিরোধী আন্দোলনকারী এবং ১৯৬০-এর দশকে নিহত দুই প্রভাবশালী ডেমোক্র্যাটিক নেতার ছেলে এবং ভাতিজা, রবার্ট এফ. কেনেডি জুনিয়র ২০২৩ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন।
সেই সময় অনেক ভোটার বাইডেনের বয়স এবং ট্রাম্পের আইনি ঝামেলার কারণে বিরক্ত ছিলেন, ফলে কেনেডির প্রতি আগ্রহ বাড়ে। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের নভেম্বরের একটি রয়টার্স/ইপসোস জরিপে দেখা যায়, বাইডেন ও ট্রাম্পের সঙ্গে তিন-দলীয় প্রতিযোগিতায় কেনেডির সমর্থন ছিল মাত্র ২০ শতাংশ।
ডেমোক্র্যাটিক রাজনীতির অন্যতম প্রভাবশালী এই পরিবারের সদস্য কেনেডি, প্রেসিডেন্ট জন এফ. কেনেডির ভাতিজা এবং মার্কিন সিনেটর রবার্ট এফ. কেনেডির ছেলে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন