ব্রাজিলে সরাসরি টিভি বিতর্কে প্রতিপক্ষকে চেয়ার ছুড়ে মারলেন মেয়র পদপ্রার্থী
টেলিভিশনে সরাসরি এক বিতর্ক অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষকে চেয়ারে ছুড়ে মেরেছেন ব্রাজিলের এক মেয়র পদপ্রার্থী।
স্থানীয় সময় রোববার সরাসরি টিভি সম্প্রচারে সাও পাওলোর মেয়র পদপ্রার্থী হোসে লুইজ দাতেনা ক্রধের বসে তার প্রতিদ্বন্দ্বিতা পাবলো মার্সালকে চেয়ার দিয়ে আঘাত করেন। এ ঘটনার পর তাকে ওই সম্প্রচার থেকে বহিষ্কার করা হয়।
পেশায় একজন সংবাদ উপস্থাপক হোসে লুইস দাতেনার আঘাতের পর প্রতিপক্ষ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পাবলো মার্সালকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার সহযোগীরা ব্রাজিলের গণমাধ্যমকে জানান, মার্সালের পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়া, হাতের একটি আঙুলের হাড়ও স্থানচ্যুত (ডিসলোকেট) হয়েছে।
জানা যায়, বিতর্ক চলাকালীন কিছু আক্রমনাত্মক মন্তব্য করেন পাবলো মার্সাল; যার পরিপ্রেক্ষিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।
রোববারের সম্প্রচারের সময় মার্সাল বারবার দাতেনার বিরুদ্ধে ২০১৯ সালে করা এক যৌন হয়রানির প্রসঙ্গ তুলে আনতে থাকেন। ওই বছর দাতেনার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তারই একজন রিপোর্টার (প্রতিবেদক)। পরে অবশ্য পুলিশের কাছে গিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন ওই নারী।
দাতেনার অভিযোগ, বারবার পুরনো প্রসঙ্গ তুলে মার্সাল বিতর্কটিকে তার ইন্টারনেট শোতে রূপান্তর করার চেষ্টা করছিলেন। প্রতিপক্ষের মন্তব্যকে ফিরিয়ে নিতেও বলেছিলেন দাতেনা; কারণ তার বিরুদ্ধে যৌন হয়রানির ওই অভিযোগ, তার পরিবারের জন্য স্পর্শকাতর একটি বিষয় এবং এটি তার পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।
তবে দাতেনার কথায় কর্ণপাত করেননি মার্সাল, বরং আরও উস্কানিমূলক মন্তব্য করে বসেন তিনি।
এর আগেও এক বিতর্ক অনুষ্ঠানে মার্সালের ওপর চড়াও হয়েছিলেন দাতেনা; কিন্তু সেদিন তিনি মার্সালকে আঘাত না করেই চলে যান।
"আপনি একবার বিতর্কের সময় আমাকে একটি চড় মারতে উদ্ধত হয়েছিলেন, কিন্তু এরজন্য যে সাহস প্রয়োজন সেটি আপনার নেই,"— মার্সালের এ মন্তব্যের পর ক্রোধ ধরে রাখতে না পেরে চেয়ার তুলে মার্সালের পিঠে আঘাত করে বসেন দাতেনা।
নিজের ওপর হওয়া এই চেয়ার হামলাকে মার্সাল গেল জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ওপর হওয়া হত্যাচেষ্টার সঙ্গে তুলনা করেছেন।
ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, "কেন এত ঘৃণা?"