শেখ হাসিনার ভারতেই থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ''শেখ হাসিনা যদি দেশের বাইরে অবস্থান করেন, তবে তাকে সেখানে থাকতে দিন। আমাদের সবারই উচিত বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দিকে মনোযোগ দেওয়া।''
ভারত ও বাংলাদেশকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কী পরামর্শ দেবেন জানতে চাইলে রনিল বিক্রমাসিংহে বলেন, "প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে — জনগণের আস্থা ফেরানো জরুরি। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু। এটি সেভাবেই সমাধান করতে হবে। অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশে চলে যান এবং সেখানেই থাকেন। আমি যে বিষয়টিতে এখন অগ্রাধিকার দেব, তা হলো বাংলাদেশে যেন স্থিতিশীলতা বজায় থাকে।"
সাক্ষাৎকারে রণিল বিক্রমাসিংহে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, "শেখ হাসিনা যদি দেশের বাইরে থাকেন, তাকে সেখানে থাকতে দিন। আমার মনে হয়, দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার। প্রয়োজনে সেনাবাহিনীর হস্তক্ষেপও হতে পারে। আমাদের সবার উচিত বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দিকে মনোযোগ দেয়া এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দেয়া যে তারা কীভাবে দেশ পরিচালনা করতে চায়।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতেই আছেন তিনি। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের সাথে করা ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আবেদন করতে পারে বাংলাদেশ।