জুডি ডেঞ্চ, জন সিনাসহ তারকাদের কণ্ঠে কথা বলবে মেটার এআই চ্যাটবট!
অস্কার বিজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ, অভিনেত্রী ক্রিস্টেন বেল এবং জন সিনা সহ কয়েকজন অভিনেতা মেটা এআই চ্যাটবটের কণ্ঠ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে– ফেসবুকের মালিক মেটা প্ল্যাটফর্ম এ সপ্তাহেই এমন ঘোষণা দিতে যাচ্ছে বলে প্রতিষ্ঠানটির পরিকল্পনা সম্পর্কিত একটি সূত্র সোমবার (২৩ সেপ্টেম্বর) রয়টার্সকে জানিয়েছে।
নতুন অডিও বৈশিষ্ট্য ব্যবহারকারীদের মেটার চ্যাটজিপিটির মতো ডিজিটাল সহকারী পাঁচজন তারকার কণ্ঠ থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেবে, যার মধ্যে রয়েছে অ্যাওকওফিনা এবং কিগান-মাইকেল কি-এর মতো কয়েকজন তারকার কণ্ঠ। পাশাপাশি বিকল্প হিসেবে কয়েকটি সাধারণ কণ্ঠ ব্যবহারের সুযোগ থাকবে বলে ঐ সূত্র জানিয়েছে।
মেটা তাদের বার্ষিক কানেক্ট সম্মেলনে এই অডিও সক্ষমতা ঘোষণা করতে যাচ্ছে, যা বুধবার থেকে শুরু হবে বলে সূত্র জানিয়েছে।
এ বছর কানেক্টে মেটা তাদের প্রথম অগমেন্টেড-রিয়ালিটি চশমার একটি সংস্করণ প্রকাশ করবে এবং তাদের রে-ব্যান মেটা স্মার্ট চশমার মতো অন্যান্য হার্ডওয়্যার যন্ত্রের রোডম্যাপ নিয়েও আলোচনা করবে। গত বছর এই চশমা প্রথম পণ্য হিসেবে মেটা এআই চ্যাটবটের অডিও সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।
তারকা কণ্ঠগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইংরেজি ভাষার প্রচলন আছে, এমন মার্কেটে মেটার বিভিন্ন অ্যাপসে যেমন ফেসবুক ও ইন্সটাগ্রামে এ সপ্তাহে চালু হতে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
ব্লুমবার্গ গত গ্রীষ্মে জানিয়েছিল, মেটা বিভিন্ন এআই প্রকল্পে তারকাদের কণ্ঠ ব্যবহার করার বিষয়ে আলোচনা করছে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ গত সপ্তাহে ইনস্টাগ্রামে জন সিনাকে সঙ্গে নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছেন, যেখানে তারাসহ আরও কয়েকজনকে রে-ব্যান মেটা চশমা পরে স্টান্টে অংশ নিতে দেখা গেছে।
মেটা বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীদের জন্য জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পণ্য প্রকাশ করতে তৎপর রয়েছে, যা মাইক্রোসফট-সমর্থিত চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং গুগলের এআই অ্যালফাবেটের সাথে প্রতিযোগিতা করছে। এর অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি তার চ্যাটবটের সক্ষমতা বাড়াচ্ছে এবং এটিকে মেটার বিভিন্ন অ্যাপসের ব্যবহার সংক্রান্ত অভিজ্ঞতার একটি প্রধান অংশে পরিণত করতে চাইছে।
এপ্রিল মাসে ওপেনএআই তার চ্যাটবটের জন্য একটি অনুরূপ অডিও বৈশিষ্ট্য প্রদর্শন করে। কিন্তু অভিনেত্রী স্কারলেট জোহানসন অভিযোগ করেন, তিনি প্রকল্পে কণ্ঠ দিতে অস্বীকৃতি জানালেও তার কণ্ঠের সাথে ওপেনএআই-এর চ্যাটবটে ব্যবহৃত কণ্ঠটির "অদ্ভুতভাবে মিল" রয়েছে।
মেটার সহকারী এআই বর্তমানে টেক্সট চ্যাটে যুক্ত হওয়ার এবং ব্যবহারকারীদের প্রম্পটের উত্তর হিসেবে ছবি তৈরি করার সক্ষমতা রাখে। গত বছর, মেটা প্যারিস হিলটন এবং স্নুপ ডগ-এর মতো তারকাদের টেক্সট-ভিত্তিক "চরিত্র" সংস্করণ উদ্বোধন করে। তবে সেগুলো ব্যবহারকারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়নি।
মেটা এখন প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলোতে বিষয়বস্তু নির্মাতাদের জন্য একটি এআই স্টুডিও পণ্য তৈরিতে মনোযোগ দিচ্ছে, যা ব্যবহারকারীদের নিজেদের চ্যাটবট সংস্করণ তৈরি করতে সাহায্য করবে।