মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বুধবার তেল আবিবে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
হিজবুল্লাহর দাবি, এ সদর দপ্তর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পেজার ও অন্যান্য তারহীন যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। প্রথমবারের মতো ইরান সমর্থিত এ সশস্ত্র দলটি এ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, "তেল আবিবে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল সাড়ে ৬টার দিকে 'কাদর ১' নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ সদর দপ্তর নেতাদের হত্যাকাণ্ড ও পেজার ও তারহীন ডিভাইস বিস্ফোরণের জন্য দায়ী।"
তারা আরও জানায়, "এই হামলা গাজার জনগণের প্রতি সমর্থন এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে।"
এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে পৌঁছেছে।
তবে গত মাসে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা তেল আবিবের কাছে একটি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে তারা আকাশ পথে হামলা চালিয়েছিল। কিন্তু এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
আজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সামরিক বাহিনী বলেছে, এ ঘটনার কারণে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের জন্য বেসামরিক প্রতিরক্ষা নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এ বিষয়ে তারা সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, লেবাননের নাফাখিয়েহ অঞ্চলের যে স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সে অঞ্চলে তারা বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, হিজবুল্লাহ দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের মাউন্ট কারমেলের কাছে হামলা চালিয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে সক্ষম হয়েছে।
লেবাননের মারজাইউন থেকে আল জাজিরার ইমরান খান রিপোর্টে বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা আরও বাড়িয়েছে বলে মনে হচ্ছে। তিনি মনে করছেন তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আসলে একটি 'বার্তা' হিসেবে পাঠানো হয়েছে।