হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে লেবাননে আরও ১ ইসরায়েলি সেনার মৃত্যু, মোট নিহত ৯
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে নবম ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
নিহত সেনা সদস্যের নাম নিতজানেই ওজ (২১)। গতকাল (৩ অক্টোবর) তিনি লড়াইয়ের সময় নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি সেনা সদস্য এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে সীমান্তে তীব্র লড়াই চলছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের দিকে অগ্রসর হওয়া অবস্থায় বিস্ফোরক ডিভাইস ব্যবহার করছে।
এর আগে, বুধবার (২ অক্টোবর) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাতে গিয়ে আট ইসরায়েলি সেনা নিহত হন। এছাড়া আহত হন আরও সাত ইসরায়েলি সৈন্য।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছিল।