হাড্ডাহাড্ডি লড়াইয়ের রাজ্যগুলোতে কমলার পক্ষে ক্যাম্পেইন করবেন ওবামা
এবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের রাজ্যগুলোতে প্রচারণায় নামতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী সপ্তাহ থেকে পেনসিলভেনিয়ার মাধ্যমে তিনি দলীয় সতীর্থের পক্ষে ২৭ দিনের ক্যাম্পেইন শুরু করবে।
ডেমোক্রেট শিবিরে ওবামা এখনো ব্যাপক জনপ্রিয় এক রাজনীতিবিদ। সেক্ষেত্রে কমলার বিরুদ্ধে তার এমন প্রচারণা বেশ কার্যকর হবে বলেই বিশ্লেষকেরা মনে করেছেন। একইসাথে ডেমোক্রেট এই প্রার্থীর পক্ষে তহবিল সংগ্রহেও কাজ করছেন তিনি।
গত আগস্টে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে এক ভাষণে ওবামা নিজের রাজনৈতিক আন্দোলনের উত্তরসূরি হিসেবে কমলাকে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ''কমলা হ্যারিস তার নতুন কাজের জন্য তৈরি। তিনি তার সারা জীবন সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় ব্যাংক, কলেজের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের কেলেঙ্কারির কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পেরেছেন। বাড়ি বন্ধক রাখা নিয়ে যখন সংকট দেখা দেয়, তখন তিনি আমাকে, আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করেন।''
ওবামা ও হ্যারিস গত ২০ বছর ধরে একসাথে রাজনীতি করছেন। নানা সময়ে নির্বাচনী লড়াইয়ে একে অপরের পাশে থেকেছেন।
বারাক ওবামা বলেছেন, ''যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।''
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রতি অভিযোগ জানিয়ে বারাক ওবামা, ''ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। অ্যামেরিকায় বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, দেশ আমরা আর ওরা-য় বিভক্ত। তাকে যারা সমর্থন করে, তারা আসল অ্যামেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না।''
অনুবাদ: মোঃ রাফিজ খান