সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন রতন টাটা, চড়তেন ‘কম দামি’ গাড়িতে
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা সন্স-এর চেয়ারম্যান ইমিরেটাস রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
রতন টাটা সবসময় তার সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে 'কম দামি' ন্যানো গাড়ি ব্যবহার করতেও দেখা গেছে।
ন্যানো প্রকল্প তার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং তিনি একে প্রায়ই "সব ভারতীয়ের জন্য একটি সাশ্রয়ী গাড়ি" হিসেবে বর্ণনা করে এসেছেন।
২০০৯ সালে তার প্রতিষ্ঠান বাজারে ন্যানো গাড়ি নিয়ে আসে। ন্যানো গাড়িটি ব্যাপক উত্সাহের সঙ্গে বাজারে আনা হয়েছিল। এর বেস মডেলের দাম ছিল মাত্র ১ লাখ রুপি (প্রায় ১ হাজার ৯৭৯ ডলার)।
কিন্তু প্রাথমিক সাফল্য এবং উল্লাসের পরে, উৎপাদন ও বিপণনের সমস্যার কারণে ন্যানো অন্যান্য নির্মাতাদের কাছে বাজারে চাহিদা হারাতে শুরু করে।
প্রথম ব্যাচের ১ লাখ ন্যানো লটারির মাধ্যমে বিক্রি করা হয়েছিল, যেখানে চাহিদা সরবরাহের চেয়ে বেশি ছিল। তবে পরবর্তী বছরগুলোতে চাহিদা ক্রমশ কমতে থাকে। ২০১২ সালে রতন টাটা স্বীকার করেন, ন্যানো বাজারে ছাড়ার সময় কিছু ভুল হয়েছিল।
তবে রতন টাটা নিজে ন্যানো গাড়ি ব্যবহার করতেন। তার ন্যানো গাড়িতে ভ্রমণ অনেককে অবাক করেছিল কারণ তিনি এমন একজন ব্যক্তি, যিনি জাগুয়ার এবং ল্যান্ড রোভার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক। টাটাদের মালিকানাধীন মুম্বাইয়ের আইকনিক তাজ হোটেলে তার ন্যানো গাড়িতে করে ভ্রমণকে অনেকেই "সরল জীবনের মাস্টারক্লাস" হিসেবে বর্ণনা করেছেন।
এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম তার প্রশংসায় ভরে উঠেছিল। রতন টাটা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যানোর প্রতি তার বিশেষ অনুভূতির কথাও বলেছেন।