লেবাননে পৌর ভবনে ইসরায়েলি বিমান হামলা, মেয়রসহ নিহত ৬
দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে পৌর ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শহরের মেয়র আহমাদ কাহিলসহ ছয়জন নিহত হয়েছেন।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় সকালে শহরের পৌর ভবনে হামলা হয়।
এতে আহমাদ কাহিল ও পৌরসভার গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মাদ সেলিম বিতারসহ কয়েকজন কর্মী নিহত হয়েছেন।
এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল যে পৌর ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়, তারা হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অবস্থান ধ্বংসের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে, যেটি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সেস ব্যবহার করত।