ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস
গাজায় হামাসের উপপ্রধান ও গোষ্ঠীটির প্রধান মধ্যস্থতাকারী খলিল আল-হাইয়া শুক্রবার (১৮ অক্টোবর) ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইসরায়েলের মিত্রদের মতে, অন্যান্য হামাস নেতা ও কমান্ডারদের হত্যার পর সিনওয়ার-এর মৃত্যু হামাসের জন্য একটি বিশাল আঘাত।
ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন।
ইসরায়েলি হিসাব অনুযায়ী, ওই দিন হামাস ১,২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায়।
এই ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দেন। এরপর থেকে হামাস বিরামহীন বিমান হামলার মুখোমুখি হচ্ছে।
গত ৬ আগস্ট তেহরানে নিহত সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহর উত্তরসূরি হিসেবে সিনওয়ারকে দলটির সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে হত্যার ইসরায়েলি প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। তবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক ইসরায়েলি হামলায় গাজায় তার মৃত্যু হয়।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া সিনওয়ার (৬২) ২০১৭ সালে গাজায় হামাসের নেতা নির্বাচিত হন।
সিনওয়ার তার প্রাপ্তবয়স্ক জীবনের অর্ধেক সময় ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন। হানিয়ার হত্যাকাণ্ডের পর জীবিত থাকা হামাসের সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন তিনি।