ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় অস্ত্রসজ্জিত হচ্ছে উত্তর কোরিয়ার সৈন্যরা
রাশিয়ার দূর প্রাচ্যের একটি প্রশিক্ষণ কেন্দ্রে উত্তর কোরিয়ার সৈন্যদের ইউনিফর্ম ও সরঞ্জাম গ্রহণের ভিডিও প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, অন্তত ১,৫০০ সৈন্য ইউক্রেনে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।
ভিডিওতে দেখা যায়, সৈন্যরা একটি লম্বা লাইনে দাঁড়িয়ে ইউনিফর্ম নিচ্ছেন এবং তারা সম্ভবত কোরিয়ান ভাষায় কথা বলছেন, তবে অডিও পরিষ্কার নয়।
অন্য একটি ভিডিওতে সৈন্যদের সের্গেইভকা প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। সেখানে একজন রুশ বক্তা বলছেন "আমরা তাদের ছবি তুলতে পারব না"। "এখানে আরও সৈন্য এসেছে। এটা তো কেবল শুরু", যোগ করেন তিনি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, 'হাজার হাজার' উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার দিকে আসছে। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ১০ হাজার সৈন্য প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাতে জানা যায়, উত্তর কোরিয়া মোট ১২ হাজার সৈন্য পাঠাবে।
১ দশমিক ২ মিলিয়ন সৈন্য নিয়ে গঠিত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী, তবে সম্মুখ যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই দেশটির। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ভাষাগত সমস্যা এবং সাম্প্রতিক যুদ্ধে অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সৈন্যদের সরাসরি ফ্রন্টলাইনে যুক্ত করা কঠিন হবে।
কয়েকটি রাষ্ট্রের অভিযোগ, উত্তর কোরিয়া মস্কোকে অস্ত্র সরবরাহ করছে, তবে উভয় দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে তাকে 'ঘনিষ্ঠতম সহচর' উল্লেখ করে শুভেচ্ছা পাঠিয়েছেন।