পছন্দের টিকিট কিনতে না পেরে ক্ষিপ্ত ক্রেতা পরে জিতে নিলেন ৯.২ মিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের ইলিনয়ের এক ব্যক্তি ভাঙা মেশিনের কল্যাণে ৯.২ মিলিয়ন ডলারের লটারি জিতেছেন। ঠিকই শুনেছেন, ভাঙা মেশিনটির কল্যাণেই এই অর্থ জিতেছেন তিনি।
বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, ওই ব্যক্তি একটি মেশিন থেকে লটারির টিকিট কিনতে যান। কিন্তু তার কাঙ্খিত টিকিটের বদলে অন্য একটি টিকিটের ওপর আটকে যায় মেশিনটি। কি আর করা, সেই টিকিটটিই কিনেছিলেন তিনি। আর এই টিকিটের জোরেই শেষ পর্যন্ত ৯.২ মিলিয়ন ডলার পুরস্কার জিতেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি ইলিনয় লটারির কর্মকর্তাদের বলেন, 'এটি অন্য দিনের মতোই একটি সাধারণ দিন ছিল।'
তিনি আরও বলেন, 'আমি জুয়েল থেকে কিছু মুদির জিনিসপত্র কিনেছিলাম, সেখান থেকে বের হওয়ার সময় আমি একটি লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিই।'
তিনি জানান, তবে তিনি অন্য একটি খেলার টিকিট কিনতে চেয়েছিলেন, কিন্তু মেশিন লোটোর ওপর আটকে গিয়েছিল।
ওই ব্যক্তি বলেন, আমি একটু হতাশ হলাম। মনে হলো পছন্দের টিকিটটা কিনতে পারলাম না। ভাঙা মেশিনটার ওপর বিরক্তও হলাম।
তিনি জানান, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিক করেন লোটো টিকিটটাই কিনে নেবেন।
আগস্ট মাসের ২৪ তারিখে ড্রয়ের বিজয়ী টিকিটের সংখ্যা ঘোষণা করা হয়। সেদিন তিনি ছয়টি সংখ্যা মিলিয়ে অবাক হয়ে যান। তিনি বুঝলেন তিনি এই বিশাল পুরস্কার জিতেছেন।
বিজয়ী লটারি কর্মকর্তাদের বলেছিলেন, 'ড্রয়ের পরের দিন সকালে আমি একটি মেশিনে টিকিটটি স্ক্যান করে পরীক্ষা করেছিলাম যে সত্যিই এটি বিজয়ী কিনা। মেশিনটিতে যখন ৯.২ মিলিয়ন ডলার পুরস্কারের পরিমাণ দেখলাম, আমি এটি বিশ্বাস করতে পারছিলাম না!'
তিনি বলেন, 'আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখি সে পুরোপুরি বাকরুদ্ধ।'
তিনি আরও বলেন, ভাঙা মেশিনটির ওপর আমি কতটা বিরক্ত হয়েছিলাম তা ভাবলেও এখন হাসি পাচ্ছে, যা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি