অসদাচরণের অভিযোগে রেকর্ড ৬০০ কর্মকর্তা বরখাস্ত করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস পুলিশ
জনগণের আস্থা ফিরিয়ে আনতে রেকর্ড সংখ্যক পুলিশ সদস্যদের বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস পুলিশ।
যুক্তরাজ্যের পুলিশ বাহিনী এবং তাদের কর্মকর্তাদের জন্য মানোন্নয়ন ও প্রশিক্ষণ প্রদানে কাজ করা সংস্থা, কলেজ অব পুলিশিং-এর তথ্য অনুযায়ী- গত বছর ৩১ মার্চ পর্যন্ত সময়ে ৫৯৩ জন পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং তাদের পুনরায় যোগদানের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীর মধ্যে বরখাস্তের সংখ্যা গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে ৭৪ জন যৌন অপরাধ ও অসদাচরণের কারণে এবং ১৮ জন শিশু নির্যাতনের উপকরণ রাখার জন্য চাকরি হারিয়েছেন। বরখাস্তের সবচেয়ে সাধারণ কারণ ছিল অসততা ও বৈষম্যমূলক আচরণ, যা যথাক্রমে ১২৫ এবং ৭১টি ঘটনার জন্য দায়ী।
২০২১ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার দ্বারা সারাহ এভারার্ড নামে এক নারীকে অপহরণ ও হত্যার ঘটনার পর থেকে জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে যুক্তরাজ্যের পুলিশ বাহিনী।
গত বছর, আরেকজন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ডেভিড ক্যারিককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ১২ জন নারীর বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন অপরাধের জন্য।
কলেজ অব পুলিশিং-এর অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল টম হার্ডিং বলেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের আচরণ 'খুবই হতাশাজনক'। তবে তিনি জানান, এ ধরনের কর্মকর্তাদের দ্রুত চাকরি থেকে সরানোর কার্যকর প্রক্রিয়া চালু রয়েছে এবং ভবিষ্যতে তাদের পুলিশ বাহিনীতে পুনর্বহাল প্রতিরোধ করা হচ্ছে।