নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/11/07/ezgif.com-webp-to-jpg-converter_12.jpg)
টাইটানিকের এক যাত্রীর লেখা পোস্টকার্ড নিলামে উঠতে যাচ্ছে। জাহাজ ডুবে যাওয়ার তিনদিন আগে এই পোস্টকার্ডটি লেখা হয়েছিল। নিলামে পোস্টকার্ডটির দাম হতে পারে ১৩ হাজার ডলার।
ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড উইলিয়াম স্মিথ তার বন্ধু অলিভ ডাকিনের উদ্দেশ্যে এই বার্তাটি লিখেছিলেন। টাইটানিকে ডুবে মৃত্যুবরণ করা ১,৫০০ যাত্রীর মধ্যে স্মিথ ছিলেন একজন।
স্মিথ তার এই বার্তায় লিখেছিলেন, "কুইনস্টাউনে ভালো সময় কাটালাম। এখন ছুটছি তারার দেশের উদ্দেশ্যে।" শেষের দিকে তিনি লেখেন, "আশা করি, তোমরা সবাই ভালো আছো। আন্তরিক শুভেচ্ছা, আর ডব্লিউ এস।"
হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামে যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু অলড্রিজ জানিয়েছেন, স্মিথ ছিলেন একজন চা ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রে তার বিভিন্ন ব্যবসায়িক যোগাযোগ ছিল। তিনি তার পরিবারের বন্ধু মিসেস নিকোলসের সাথে টাইটানিকে যাত্রা করছিলেন।
অলড্রিজ আরও জানান, "এটি খুবই শক্তিশালী এবং আবেগপ্রবণ একটি বস্তু, কারণ এটি মিস্টার স্মিথের শেষ লেখা জিনিসগুলোর মধ্যে একটি।" পোস্টকার্ডটি কুইনস্টাউনের নিকটবর্তী আয়ারল্যান্ডের কর্ক শহর থেকে পাঠানো হয়েছিল, যা এটিকে আরও বিশেষ করে তুলেছে।
আশা করা হচ্ছে, এই পোস্টকার্ডটি ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য 'টাইটানিক, হোয়াইট স্টার এবং পরিবহন স্মারক' নিলামে ১০ হাজার পাউন্ড (প্রায় ১২ হাজার ৯০০ ডলার) পর্যন্ত মূল্য পেতে পারে।